Connect with us
ক্রিকেট

দ্য ম্যাক্সওয়েল শো, ম্যাচ হারল ভারত

Maxwell
মাত্র ৪৭ বলে সেঞ্চুরি তুলে নিয়ে জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল। ছবি- সংগৃহীত

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর আরও একটি ‘ম্যাক্সওয়েল শো’ দেখল ক্রিকেটবিশ্ব। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের দেয়া ২২২ রান তাড়া করে জয় তুলে নিয়েছে অজিরা। মাত্র ৪৭ বলে সেঞ্চুরি তুলে নিয়ে জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে শুরুতে টস হেরে ব্যাটিংয়ে যায় ভারত। নির্ধারিত ২০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে সূর্যকুমারের নেতৃত্বাধীন দলটি।

২২২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মারকুটে ভঙ্গিতে করে বিশ্বকাপ ফাইনালে জয়সূচক শতক হাকানো ট্রাভিস হেড। তবে ৪৭ রানের মাথায় প্রথম আঘাত হানেন আর্শদীপ সিং। তার কিছুক্ষণ পরই আবেশ খানের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন হেড।

হেড ফিরে যাওয়ার পর কিছুটা থমকে যায় অস্ট্রেলিয়ার রানের চাকা। একপাশে জস ইংলিশ, টিম ডেভিডরা ফিরে গেলেও অন্যপাশে রানের চাকা সচল রাখেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিলো ২১ রান। ম্যাথিউ ওয়েড আর ম্যাক্সওয়েল মিলে প্রথম ৫ বলেই ১৯ রান নেন। শেষ বলে চার মেরে ৫ উইকেট হাতে রেখে দলের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ৪৮ বলে ১০৪ রান করে অপরাজিত ছিলেন ম্যাক্সওয়েল। অপরপ্রান্তে মাত্র ১৬ বলে ২৮ রান করে দলের জয়ে অবদান রাখেন দলপতি ম্যাথিউ ওয়েড।

এদিকে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন ভালো হয়নি ভারতের। দ্বিতীয় ম্যাচে অর্ধশতক হাকানো জয়সওয়াল ব্যক্তিগত ৬ এবং ইশান কিষান শূন্য রান করে সাজঘরে ফেরেন। তবে শীঘ্রই বিপত্তি কাটিয়ে দলকে শক্ত অবস্থানে ফেরান অধিনায়ক সূর্যকুমার যাদব ও ওপেনিংয়ে নামা ঋতুরাজ গায়কাওড়।

সূর্যকুমার যাদব ৩৯ রান করে ফিরে গেলে তালিক ভার্মাকে সঙ্গে নিয়ে ৬৭ বলে ১৪১ রানের জুটি গড়েন ঋতুরাজ গায়কাওড়। এরই সাথে নিজের মেইডেন টি-টোয়েন্টি শতকও তুলে নেন গায়কাওড়। এছাড়া প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বোলাররা সবাই ছিল খরুচে। তবে খুবই আঁটসাঁট বোলিং করেছেন জ্যাসন বেহরেনডর্ফ। চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ১ টি উইকেট শিকার করেছেন তিনি। ভারতের হয়ে রবি বিষ্ণুই সর্বোচ্চ ২ টি উইকেট নেন।

আরও পড়ুন: তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল নামিবিয়া

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট