Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

বুট জোড়া তুলে রাখলেন কিংবদন্তি এডেন হ্যাজার্ড

Eden Hazard
ফুটবলার হিসেবে ক্যারিয়ারের ইতি টানলেন এডেন হ্যাজার্ড। ছবি- সংগৃহীত

সাবেক চেলসি ফুটবলার এডেন হ্যাজার্ড ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর আগে গত ডিসেম্বর মাসে বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে বেলজিয়াম বাদ পড়ে গেলে আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানান তিনি। এবার ফুটবলার হিসেবে ক্যারিয়ারের ইতি টানলেন এই বেলজিয়ান।

তিনি সর্বশেষ ৪ বছর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবল খেলেছেন। ২০১৯ সালে চেলসি থেকে ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়ালে যোগ দেন তিনি। এই বেলজিয়ান উইঙ্গারকে ঘিরে রিয়াল সমর্থকদের অনেক আশা-আকাঙ্ক্ষা থাকলেও তার কিছুই পূরণ করতে পারেননি। ৪ বছরে ক্লাবের হয়ে মাত্র ৫৪টি লিগ ম্যাচ খেলেছেন হ্যাজার্ড। চোট ও ফর্মহীনতায় বেশির ভাগ সময় রিয়ালের বেঞ্চেই কাটাতে হয়েছে চেলসির হয়ে দুর্দান্ত খেলা এই বেলজিয়ান জাদুকরকে।

অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হ্যাজার্ড লিখেন,’ আপনাকে অবশ্যই সঠিক সময়ে থামতে হবে এবং নিজের কথা শুনতে হবে। গত ১৬ বছরে প্রায় ৭০০ ম্যাচ খেলেছি আমি। ক্যারিয়ারে ইতি টানার এখনই সঠিক সময়। আমি পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম।’

তিনি আরও লিখেছেন,’ আমার ক্যারিয়ারে আমি সব সেরা কোচ এবং সতীর্থদের সাথে খেলেছি। তাদের অনেক ধন্যবাদ আমাকে সহায়তা করার জন্য। আমি সবাইকে খুব মিস করবো। আমার পরিবার, বন্ধু-বান্ধব, সতীর্থ যারা আমার ভালো-খারাপ সব অবস্থায় পাশে থেকে সাহস জুগিয়েছেন সবাইকে ধন্যবাদ।

আমার সমর্থকদেরও ধন্যবাদ আমাকে অনুসরণ করার জন্য, আমি যেখানেই খেলেছি সেখানেই আমাকে সমর্থনের জন্য। অতি দ্রতই মাঠের বাইরে দেখা হচ্ছে বন্ধুরা।’

মাদ্রিদের সঙ্গে তার গত মৌসুমেই চুক্তি শেষ হয়ে যায়। এরপর আর কোনো ক্লাবে যোগ দেননি তিনি। অবশেষে মাত্র ৩২ বছর বয়সেই অবসরের ঘোষণা দিলেন। যদিও তার এই বয়সের পরও অনেক ফুটবলারই এখনো ইউরোপ মাতিয়ে বেড়াচ্ছেন।

হ্যাজার্ড ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন চেলসিতে। ৭ বছরে সেখানে ৩৫২ ম্যাচে ১১০ গোল করেছেন এই বেলজিয়ান। ৪ বার চেলসির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ১২৮ বছর পর আবারও অলিম্পিক গেমসে আসছে ক্রিকেট

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি