Connect with us
ফুটবল

সম্মানজনক সেই পুরস্কার উঠলো রোনালদোর হাতে

বিশেষ পুরস্কার পেল রোনালদো। ছবি- সংগৃহীত

২০২২ সালে ফিফা কর্তৃক সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিশেষ সম্মাননা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা দিল এই পর্তুগিজ তারকাকে আরো একটি বিশেষ সম্মানজনক পুরস্কার। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে এই পুরস্কার পেয়েছেন রোনালদো।

বর্তমানে ইউরোপের ফুটবল ছেড়ে এশিয়ায় পাড়ি জমিয়েছেন রোনালদো। নিয়মিত খেলছেন সৌদি লিগ। সময়ের সাথে সেখানেও করছেন একের পর এক রেকর্ড। তবে ইউরোপে না থাকলেও যে সহসাই কেউ ভাঙতে পারবেন না রোনালদোর সর্বোচ্চ গোল স্কোর করার রেকর্ড, তা হলফ করেই বলা যায়।

তাই এবার উয়েফা আনুষ্ঠানিক ভাবে বিশেষ সম্মাননা দিল রোনালদোকে। গতকাল রাতে মোনাকোতে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৪-২৫ মৌসুমের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে তুলে দেওয়া হয় এই বিশেষ পুরস্কার। রোনালদোর হাতে পুরস্কারটি তুলে দেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্দার সেফেরিন। 

ক্যারিয়ার জুড়ে চ্যাম্পিয়ন্স লিগে অসংখ্য রেকর্ড নিজের নামে করে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিংবদন্তি এই ফুটবলারকে নিয়ে সেফেরিন বলেন, ‘রোনালদোর ক্যারিয়ার নিয়ে কথা বলতে গেলে লম্বা সময় লাগবে। যদি চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবি, উয়েফা ফুটবল বা ফুটবল নিয়ে ভাবি, আমাদের রোনালদোর কথা ভাবতেই হবে।’

উয়েফা কর্তৃক বিশেষ এই সম্মাননা পেয়ে বেশ আনন্দিত রোনালদো। পুরস্কারের জন্য ধন্যবাদ জানিয়ে পর্তুগিজ তারকা বলেন, ‘এখানে উপস্থিত হতে পারা আমার জন্য খুব আনন্দের। বিশেষ এই পুরস্কারের জন্য অনেক ধন্যবাদ। এটি আমার কাছে অনেক মূল্যবান। চ্যাম্পিয়ন্স লিগে খেলা আমাদের জন্য ছিল অনুপ্রেরণার।’

২০০২ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্তিংয়ের হয়ে বাছাই পর্বের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় রোনালদোর। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস-সহ মোট চার ক্লাবের হয়ে ১৮৩ ম্যাচ খেলেছেন তিনি। পাঁচবার চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের পাশাপাশি সর্বোচ্চ ১৪০ গোল করেছেন রোনালদো।

আরও পড়ুন: বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ভারতের তারকা ক্রিকেটার

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল