Connect with us
ফুটবল

২০২৩ সালের ‘গোল্ডেন বয়’ জুড বেলিংহাম

Jude Bellingham
জুড বেলিংহাম। ছবি- সংগৃহীত

২০২৩ সালের ব্যালন ডি’অর এর গালা নাইটে কোপা এওয়ার্ড জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। এবার ২০২৩ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন ২০ বছর বয়সী এই ইয়ং সেনসেশন।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা তার কম বয়সী ফুটবলারদের এই পুরস্কার দেয়া হয়। ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত প্রতি বছর তরুণ ফুটবলারদের এই পুরস্কার দিয়ে থাকে। এ বছরের সেরা হিসেবে গতকাল (শুক্রবার) বেলিংহামপর নাম ঘোষণা করা হয়। এই পুরস্কার জিততে বেলিংহাম পেছনে ফেলেছেন বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, বার্সেলোনার লামিন ইয়ামাল এবং আলেহান্দ্রো বাল্দের মত তরুণ ফুটবলারদের।

জুড বেলিংহাম গত গ্রীষ্মের ট্রান্সফারে বরুশিয়া ডর্টমুন্ড থেকে মোটা অঙ্কের বিনিময়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান। মাদ্রিদে যোহদানের পর থেকে দূর্দান্ত খেলে যাচ্ছেন এই ইংলিশ তারকা। লস ব্লাংকোসদের হয়ে বেলিংহাম এ পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ১৩ টি গোল করেছেন।

২০১৪ সালের পর এই প্রথম কোনো ইংলিশ ফুটবলারের হাতে উঠলো এই ‘গোল্ডেন বয়’ পুরস্কার। গত বছর এই পুরস্কার জিতেছিলেন বার্সেলোনায় খেলা স্প্যানিশ তারকা গাভি। এছাড়া লিওনেল মেসি, ওয়েইন রুনি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পের মত তারকা ফুটবলাররাও আগে এই পুরস্কার জিতেছেন।

আরও পড়ুন: গোল উৎসব করে ইউরোতে খেলার পথ সহজ করলো ইতালি

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল