Connect with us
ক্রিকেট

বোনাসের কিছু অংশ বন্যার্তদের দেবেন ক্রিকেটাররা

The cricketers will donate a portion of bonus to flood victims
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বোনাস পেয়েছেন ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের বড় সাফল্য অর্জনের জন্য টেস্ট দলে থাকা ক্রিকেটারদের জন্য বড় অঙ্কের অর্থ ঘোষণা করা হয়েছিল। পাকিস্তানে ইতিহাসগড়া ক্রিকেটাররা ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পেয়েছেন। এই টাকা থেকে কিছু অংশ বন্যার্তদের দেবেন নাজমুল হোসেন শান্তরা।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে বোনাসের অর্থ তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও উপস্থিত ছিলেন।

বোনাসের এই অর্থের কিছু অংশ বন্যার্তদের মাঝে দান করার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। পুরস্কার প্রাপ্তির পর দলের সকলের পক্ষ থেকে অধিনায়ক শান্ত বলেন, ‘বন্যার্ত এলাকার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সেখানকার মানুষ এখনও অনেক মানুষ বিপদের মধ্যে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের সহযোগিতা করছে। আমরাও তাদের পাশে দাঁড়াতে চাই। দলের সকলের সম্মতিতে আমাদের বোনাসের অর্থ থেকে কিছু অংশ তাদেরকে দেব। আমি আশা করব দেশের আরও মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াবে।’

আরও পড়ুন:

» বাফুফেতে সালাউদ্দিন অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে

» জন্মদিনে শেন ওয়ার্নকে স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন সন্তানেরা 

এর আগেও ব্যক্তিগতভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজে ব্যক্তিগত পুরস্কারের অর্থ বন্যার্তের দান করেছিলেন মুশফিকুর রহিম-লিটন দাশরা। এবার দলগতভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন তারা।

এর আগে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্বাগতিকদের ১০ উইকেটে এবং দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের ব্যবধানে হারায় নাজমুল হোসেন শান্তরা।

ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট