Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক শান্ত

Najmul H Shanto
নাজমুল হোসেন শান্ত। ছবি- ক্রিকইনফো

বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আগে থেকেই চোটে পড়ে দলের বাইরে আছেন। সে হিসেবে আসন্ন টেস্ট সিরিজে অধিনায়কত্ব পাওয়ার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন সহ-অধিনায়ক লিটন দাস। কিন্তু লিটনও এক মাসের ছুটিতে থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত।

বিষয়টি আজ শনিবার নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। নতুন অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, ‘লিটন দুই মাসের ছুটি চেয়েছিল, আমরা তাকে এক মাসের জন্য ছুটি দিয়েছি। আর নিয়মিত অধিনায়ক সাকিব চোটের কারণে খেলতে না পারায় শান্তকে আমরা টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব দিয়েছি।’

এর আগে অধিনায়কত্ব সম্পর্কে শান্তু জানিয়েছিলেন, ‘বেশ কিছুদিন ধরেই তো এ দায়িত্ব (অধিনায়কত্ব) পালন করছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি এখন প্রস্তুত। সামনে যদি অধিনায়কত্বের সুযোগ আসে, আমি ভালোভাবে তা পালনের চেষ্টা করবো। বিশ্বকাপে আমার অধিনায়কত্বে আমরা দুই ম্যাচেই হয়তো জিততে পারিনি। তবে সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি যা ভবিষ্যতে আমার জন্য অনেক কাজে দিবে। বিশ্বকাপে দুটি বড় দলের বিপক্ষেই আমাদের অনেক চাপ নিয়ে খেলতে হয়েছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটি হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এরপরই নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাবে টিম বাংলাদেশ। ওডিআই সিরিজে দলপতির দায়িত্ব কার কাঁধে বর্তায় তা ই এখন দেখার বিষয়।

 

আরও পড়ুন: পোল্যান্ডকে বিশাল ব্যবধানে হারাল আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট