Connect with us
ক্রিকেট

এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে সেপ্টেম্বরে, নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কা

ছবি- গুগল

এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। আয়োজক দেশ পাকিস্তানে ভারতের খেলতে যেতে না চাওয়ায় এ সমস্যার সূত্রপাত হয়। অবশেষে মিলেছে সমাধান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের-পিসিবি প্রস্তাব করা হাইব্রিড মডেলে রাজি হয়েছে ভারত।

ইএসপিএন ক্রিকইনফোর তথ্যে বলা হয়, এবারের এশিয়া কাপে নিরপেক্ষ ভেন্যু হতে যাচ্ছে শ্রীলঙ্কা। যেখানেই ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে।

এদিকে প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী মোট ১৩টি ম্যাচের মধ্যে ৪টি কিংবা ৫টি ম্যাচ পাকিস্তানের মাটিতে হবে। এছাড়া ভারত ও পাকিস্তানের সবগুলো ম্যাচও হবে শ্রীলঙ্কায়। এছাড়াও ভারত যদি ফাইনালে যায় তাহলে সেই ম্যাচও নিরপেক্ষ ভেন্যুতে হবে। তবে ভারত ফাইনালে না যেতে পারলে শিরোপা নির্ধারণী মঞ্চ হবে পাকিস্তানের লাহোরে।

ক্রিকইনফোর তথ্যে আরও বলা হয়- চলতি সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এছাড়া টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা বলা হলেও ওই সময় সেখানে প্রচণ্ড গরম থাকার কথা চিন্তা করে আপত্তি জানায় বাংলাদেশ। ভারতের গ্রিন সিগন্যানে এবার নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা চূড়ান্ত হওয়া এখন সময়ের ব্যাপার।

এদিকে এর মধ্যদিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে। কেননা ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের প্রস্তাবে সাড়া দেওয়ার ওপর ভারত বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ ঝুলে ছিল। এটি এখন সহজ হয়ে গেল।

যে গ্রুপে যে দল:
এ গ্রুপ: ভারত, পাকিস্তান ও নেপাল।
বি গ্রুপ: বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

আরও পড়ুন: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টাইগার ক্রিকেটার হাসান মাহমুদ

ক্রিফোস্পোর্টস/১১জুন২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট