Connect with us
ক্রিকেট

যে কারণে রোনালদোর উপহার নিজেও ব্যবহার করেন না এই তারকা

রোনালদোর উপহার নিজেও ব্যবহার করেন না মার্কস রাশফোর্ড

বেড়ে ওঠার বয়সে প্রতিটি ফুটবলারের একজন প্রিয় খেলোয়াড় থাকেন। যার থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যান নিজে। তেমনই ইংলিশ তারকা মার্কোস রাশফোর্ডের খুবই পছন্দের একজন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের প্রিয় তারকার সাথে একসঙ্গে খেলার সুযোগ পেয়েছিলেন ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে।

২০১৮ সালে নিজের এই অন্ধ ভক্তকে এক জোড়া জুতো উপহার দেন রোনালদো। যে জুতোটি পরতে খুব ইচ্ছে করে মার্কসের। তবে নষ্ট হয়ে যাবে এই ভয়ে সযত্নে সামলে রেখে দিয়েছেন উপহার। নিজে পরা তো দূরের কথা, কাউকে স্পর্শও দেন না প্রিয় তারকার থেকে পাওয়া উপহারটি।

পর্তুগিজ তারকার দেওয়া উপহার সম্পর্কে মার্কোস বলেন, ‘কেউ সেটা ছুঁতেও পারবে না। তিনিই (রোনালদো) আমার বেড়ে ওঠার বয়সে সবচেয়ে প্রিয় ফুটবলার। তিনি আমাকে এক জোড়া জুতো উপহার দিয়েছিলেন। আমার সেটা পরতে খুব ইচ্ছে করে। কিন্তু পরার পরে যদি তা নষ্ট হয়ে যায়! সেজন্য সেটা থেকে দূরে থাকাই ভালো।’

মার্কোস জানিয়েছেন, রোনালদোর থেকে যে জুতো জোড়া তিনি উপহার হিসেবে পেয়েছিলেন তা নাইকি এয়ার ম্যাক্স ৯৭ মডেলের লাল রংয়ের জুতো। ওই সময় যার বাজার দর ছিল প্রায় ২০ হাজার টাকার মতো। তবে প্রিয় খেলোয়াড়ের থেকে পাওয়া যে কোন কিছুই তার কাছে অমূল্য।

আরও পড়ুন: জাপানকে ৩-১ গোলে পরাজিত করে ঘুরে দাড়ালো আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট