Connect with us
ক্রিকেট

যে কারণে নিজের হাফসেঞ্চুরির ইনিংসকে ‘মূল্যহীন’ বলছেন তামিম

Crifo Tanjid Tamim
নিজের হাফসেঞ্চুরির ইনিংসকে ‘মূল্যহীন’ বলছেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়ার পর থেকে মাঠে সময়টা তেমন ভালো কাটছিলো না তানজিদ তামিমের। অবশেষ একটি ভালো ইনিংস খেলেছেন। ভারতের বিরুদ্ধে দুর্দান্ত শুরু করে ফিফটি তুলে নিয়েও মন ভালো নেই তামিমের। ভারতের কাছে হারের কারণে এই ইনিংসকে মূল্যহীন মনে হচ্ছে জুনিয়র তামিমের কাছে।

ক্যারিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়েও দল হেরে যাওয়ায় নিজের অবদানে তেমন খুশি হতে পারেনি তিনি। তার এই অবদান নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখেন দল না জিতলে ব্যক্তিগত অবদান মূল্যহীন হয়ে যায়। দল জিতলে যেটুকু অবদান রাখি তাতেই ভালো লাগে। তবে যা হয়নি তা নিয়ে চিন্তা করছি না।’

অনেকদিন ধরেই নড়বড়ে বাংলাদেশের ওপেনিং লাইনাপ। তামিম ইকবালের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছিলেন তানজিদ তামিম। তবে টানা ব্যর্থতার পর বিশ্বকাপে চতুর্থ ম্যাচে এসে নিজের সক্ষমতা দেখিয়েছেন তিনি।

ভারতের সঙ্গে তার ৪৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে একটি ভালো শুরু পেয়েছিল টাইগাররা। তবে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে পুজি কম হওয়ায় হেরে যায় তারা। দল হারলেও এই ম্যাচে রান পাওয়ায় কিছুটা আত্মবিশ্বাসী হয়েছেন তামিম। এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সামনে আরো ভালো করতে চান তিনি।

আরও পড়ুন: পাক বোলারদের নিয়ে চিন্তিত নন! কী বললেন অজি অধিনায়ক?

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৩/এমটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট