Connect with us
ক্রিকেট

সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে তামিমের বরিশাল

সিলেট বনাম বরিশাল ম্যাচে টস মুহূর্ত। ছবি- বিসিবি

বিপিএলে নিজেদের অবস্থান শক্ত করতে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করা সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৯ ম্যাচের ৫ টিতে জিতে মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। তবে সেমির দৌড়ে এগিয়ে থাকতে আজ সিলেট স্ট্রাইকার্সকে হারানোর লক্ষ্য নিয়েই নামবে তারা। এদিকে আসরে বাজে শুরুর পরও শেষ ৪ ম্যাচের ৩ টিতে জিতে এখনও আশা বাঁচিয়ে রেখেছে সিলেট। 

টিকে থাকার লড়াইয়ে সিলেটের একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। বিদেশি ক্রিকেটার সমিত পাটেল ও রেজাউর রহমান রাজার পরিবর্তে বদলে এসেছে শফিকুল ইসলাম ও এঞ্জেলো পেরেরা। বরিশালের নেমেছে এক পরিবর্তন নিয়ে। শোয়েব মালিকের স্থলাভিষিক্ত হয়েছেন কাইল মেয়ার্স। 

ফরচুন বরিশাল: আহমেদ শেহজাদ, তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্স, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, কেশব মহারাজ, খালেদ আহমেদ ও ওবেদ ম্যাককয়।

সিলেট স্ট্রাইকার্স: হেরি টেক্টর, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, রায়ান বার্ল, অ্যাঞ্জেলো পেরেরা, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।

আরও পড়ুন: ১৬ বছরের লজ্জা থেকে কুম্বলেকে মুক্তি দিলেন অ্যান্ডারসন

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট