Connect with us
ক্রিকেট

১৬ বছরের লজ্জা থেকে কুম্বলেকে মুক্তি দিলেন অ্যান্ডারসন

অনিল কুম্বলে এবং জেমস অ্যান্ডারসন

২০০৮ সালে অবসর নিয়েছেন ভারতীয় স্পিনার অনিল কুম্বলে। দীর্ঘ ১৬ বছর ধরে টেস্ট ক্রিকেটের সবচেয়ে খরুচে বোলার হিসেবে ছিলেন তালিকার শীর্ষে। যা যেকোনো বোলারের জন্য এক লজ্জার রেকর্ড। তবে সেই লজ্জা থেকে কুম্বলেকে মুক্তি দিয়েছেন ইংলিশ কিংবদন্তী পেসার জেমস অ্যান্ডারসন। এখন সবচেয়ে বেশি রান খরচ করা বোলারের তালিকায় শীর্ষে তিনি। দুইয়ে নেমে গেছেন কুম্বলে।

গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সৌরাষ্ট্রের রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে সবচেয়ে বেশি রান হজম করার এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি গড়েছেন অ্যান্ডারসন। ভারতের বিপক্ষে এই ম্যাচেই সাবেক ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলেকে সরিয়ে এই লজ্জার রেকর্ডটি নিজের নামে করে নিয়েছেন এই তারকা ইংলিশ পেসার।

জেমস অ্যান্ডারসন ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত খেলেছেন ১৮৫ টেস্ট ম্যাচ। তার মধ্যে ৩৪৪ ইনিংসে হাত ঘুরিয়েছেন ডানহাতি এই পেসার। এই সময়ে নিজের বোলিং থেকে প্রতিপক্ষকে দিয়েছেন ১৮ হাজার ৩৭১ রান। আর এতেই কুম্বলের ১৮ হাজার ৩৫৫ রান খরচ করার লজ্জার রেকর্ড টপকে শীর্ষে উঠে এলেন অ্যান্ডারসন।

অনিল কুম্বলে নিজের টেস্ট ক্যারিয়ারে ভারতের হয়ে খেলেছেন ১৩২ ম্যাচ। এর মধ্যে ২৩৬ ইনিংসে বোলিং করেছেন এই তারকা লেগ স্পিনার। তবে উইকেট শিকারের দিক থেকে কুম্বলের চেয়ে এগিয়ে আছেন অ্যান্ডারসন। কুম্বলে ২৯.৬৫ গড়ে তুলে নিয়েছেন ৬১৯ উইকেট। অপরদিকে ২৬.৩৯ গড়ে অ্যান্ডারসন শিকার করেছেন টেস্টে তৃতীয় সর্বোচ্চ ৬৯৫ উইকেট।

আরও পড়ুন: সাকিব আল হাসান: যার কাছে শেষ বলে হয়তো কিছু নেই!

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট