Connect with us
ক্রিকেট

তামিমসহ আর কারা বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন?

Tamim and who else is left out of the central contract of BCB?
তামিম ইকবাল চুক্তিতে থাকা নিয়ে আগেই অনাগ্রহ প্রকাশ করেছেন। ছবি- সংগৃহীত

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নাম না রাখার অনুরোধ যে তামিম ইকবাল আগেই করে রেখেছিলেন তা পুরনো খবর। নতুন খবর হচ্ছে, চলতি বছরের জন্য নতুন করে কেন্দ্রীয় চুক্তির কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, তামিমসহ গেল বারের চুক্তিতে থাকা মোট ৩ জন ক্রিকেটার নতুন চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন।

একাধিক ইস্যু নিয়ে বেশ কিছু দিন যাবত জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। চণ্ডিকা হাথুরুসিংহের সাথে সম্পর্কের অবনতি, ইনজুরি সমস্যাসহ একাধিক ইস্যুতে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন দেশসেরা এই ওপেনার। তাই বিসিবিও তামিমের এই আবদারে দ্বিমত পোষণ করেনি। তাকে বাদ দিয়েই চূড়ান্ত করতে যাচ্ছে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি।

জানা গেছে, নতুন করে কেন্দ্রীয় চুক্তি নিয়ে কাজ শুরু করে দিয়েছে ক্রিকেট বোর্ড। ৭ তারিখের জাতীয় সংসদ নির্বাচনের পরই তা ঘোষণা করা হবে। তবে নতুন বছরের এই চুক্তি থেকে গেল বারের চুক্তিতে থাকা ৩ জন ক্রিকেটার বাদ পড়তে পারেন।

বাদ পড়তে পারেন ডান হাতি পেসার এবাদত হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। 

তামিম ইকবাল চুক্তিতে থাকা নিয়ে অনাগ্রহ আগেই জানিয়েছেন। সাথে চোটে থাকা ডান হাতি পেসার এবাদত হোসেনকেও নতুন চুক্তি থেকে বাদ দেয়া হতে পারে। এসিএল ইনজুরির কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে আছেন তিনি। খেলা হচ্ছে না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। অবশ্য এ সময়ে বিসিবি তাকে আর্থিক সুবিধা দেবে। এছাড়া জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনও যে নতুন চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত।

আরও পড়ুন: এশিয়া কাপজয়ী যুবাদের বোনাসের ঘোষণা দিয়েছে বিসিবি 

ক্রিফোস্পোর্টস/০৪জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট