Connect with us
ক্রিকেট

৯২ বছরের রেকর্ড ভাঙা টেস্ট জিতে নিল ভারত

India Vs SA 2nd Test
বলের হিসাবে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচটি শেষ হয়েছে মাত্র ৬৪২ বলে। ছবি- সংগৃহীত

মাত্র ১০৭ ওভারেই শেষ হওয়া টেস্ট ম্যাচের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব৷ তাও আবার ৯২ বছর পর এমন ঘটনা ঘটলো ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে। বলের হিসাবে কেপটাউনে ডিন এলগারের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি হয়েছে মাত্র ৬৪২ বলে। ৯২ বছর আগে হওয়া সর্বনিম্ন বলের টেস্ট ম্যাচেও খেলেছিল আজকের স্বাগতিক দল দক্ষিণ আফ্রিকা।

১৯৩২ সালে মেলবোর্নে হওয়া সেই টেস্টে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি শেষ হয়েছিল ৬৫৬ বলে। সদ্য শেষ হওয়া কেপটাউন টেস্টের প্রথম দিনেই উইকেট পড়েছিল ২৩ টি। উইকেটে অসম বাউন্স এবং বলের মুভমেন্ট বুঝতে দুই দলের ব্যাটসম্যানদের হিমশিম খেতে হয়েছে। প্রোটিয়াদের প্রথম ইনিংসে তো মোহাম্মদ সিরাজের সুইং সামলাতেই বিপাকে পড়ে যায় স্বাগতিকেরা। স্বাগতিকদের প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানেই অলআউট করে দেয় ভারত। সিরাজ ১৫ রান খরচায় একাই তুলে নেন ৬ উইকেট।

এরপর সফরকারীদের প্রথম ইনিংস থামে ১৫৩ রানে। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসেও দাপট ছিল ভারতীয় পেসারদের। সিরাজের মত এবার জসপ্রীত বুমরাহও ৬ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকারকে খাদের কিনারে ঠেলে দেন। মাত্র ৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই তা টপকে যায় ভারত। মধ্যাহ্ন বিরতির পরেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার দল।

বলের সংখ্যায় তৃতীয় সর্বনিম্ন কম বলের টেস্ট ম্যাচটি হয়েছিল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। ব্রিজটাউনে ১৯৩৫ সালে হওয়া সেই ম্যাচটি মাত্র ৬৭২ বলে শেষ হয়েছিল। ১৮৮৮ সালে ম্যানচেস্টারে হওয়া ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটি শেষ হয়েছিল ৭৮৮ বলে।

আরও পড়ুন:  তামিমসহ আর কারা বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন? 

ক্রিফোস্পোর্টস/০৪জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট