Connect with us
ক্রিকেট

২০২৩ সালের সেরা টেস্ট বোলারদের তালিকায় তাইজুল ইসলাম

Taijul Islam
ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে জয়ের ম্যাচে দুই ইনিংসে ১০ উইকেট শিকার করেন তাইজুল। ছবি- সংগৃহীত

গোটা বিশ্ব নতুন বছরে পদার্পণ করলেও গেল বছরের হিসাব-নিকাশ এখনও যেন চলছেই। ২০২৩ সালে খুবই ব্যস্ত সূচী পার করেছে ক্রিকেট বিশ্ব। গেল বছরেই ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাথে সাথে এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ব্যস্ত ছিল টাইগার ক্রিকেটও। যদিও বিশ্বকাপে ভক্তদের চরম হতাশার চাদরে মুড়িয়ে দিলেও টেস্ট এবং টি-টোয়েন্টিতে উন্নতির ছোঁয়া রেখেছে বাংলাদেশ।

ক্রিকেটের প্রাচীনতম সংস্করণে টাইগাররা বরাবরই বিবর্ণ থাকলেও ২০২৩ সালে এসে চিত্রটা কিছুটা হলেও বদলেছে। গত বছরে খেলা চার টেস্টের তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রথম বারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতিও হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপ ব্যর্থতার পরই ঘরের মাটিতে কিউই বধে মূল ভূমিকা রাখেন স্পিনার তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলে মোট ১০ উইকেট শিকার করেন এই বাঁ হাতি স্পিনার। এর ফলেই প্রথম টেস্ট ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ।

গোটা বছর টেস্ট ম্যাচগুলোতে বল হাতে এভাবেই সবচেয়ে অবদান রেখে গেছেন তাইজুল ইসলাম। ফলস্বরূপ বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিও তিনিই। এছাড়াও তাইজুল ২০২৩ সালে টেস্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় সেরা দশে স্থান পেয়েছেন। গেল বছর ৪ টেস্ট ম্যাচে মাত্র ১৮.৪৬ গড়ে ২৬ উইকেট তুলে নিয়ে তালিকার নয় নম্বরে অবস্থান করছেন তাইজুল ইসলাম। তার সেরা বোলিং ফিগার ৭৫ রানের বিনিময়ে ৬ উইকেট। চার টেস্টে ইনিংসে মোট দু’বার ৫ উইকেট পেয়েছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১ বার। আর ৯ উইকেট শিকার করেছেন ১ বার।

২০২৩ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এক নম্বরে আছেন অজি অফ স্পিনার নাথান লায়ন। ১০ টেস্ট ম্যাচে ২৪.৯৫ গড়ে মোট ৪৭ টি উইকেট শিকার করেন এই অজি স্পিনার। লায়ন ছাড়াও সেরা দশের তালিকায় আরও তিন জন অস্ট্রেলিয়ার বোলার রয়েছেন। অজিদের বিখ্যাত পেসত্রয়ী জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক।

ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ৭ টেস্টে মোট ৪১ উইকেট নিয়ে তালিকার ৩ নম্বরে অবস্থান করছেন। ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রড ৮ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছেন। এছাড়াও ভারতের রবীন্দ্র জাদেজা (৩৩ উইকেট), শ্রীলংকার প্রসন্ন জয়াসুরিয়া(৩০ উইকেট) এবং নিউজিল্যান্ডের টিম সাউদি (২৪ উইকেট) সেরা দশে স্থান পেয়েছেন।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা, দেখে নিন স্কোয়াড 

ক্রিফোস্পোর্টস/০১জানুয়ারি২৪/এমএস/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট