Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন পরীক্ষা বাংলাদেশের

bd team t-20 world cup
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন পরীক্ষা বাংলাদেশের

প্রকাশিত হয়েছে আসন্ন ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ তালিকা। আগামী ৪ জুন থেকে পর্দা উঠতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আয়োজিত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের নবম বিশ্ব আসরের। যেখানে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে ওঠাই যেন এবার টাইগারদের প্রধান চ্যালেঞ্জ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে খেলবে সর্বোচ্চ ২০ দল। যেখানে পাঁচটি করে দল আলাদা ৪ টি গ্রুপে ভাগ হয়ে একে অপরের মুখোমুখি হবে। বাংলাদেশের অবস্থান হয়েছে টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুযোগ পাবে সুপার এইটে খেলার।

সে ক্ষেত্রে গ্রুপ ‘ডি’ তে বাংলাদেশের মূল লড়াই হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সাথে। কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে সম্প্রতি সময়ে টি-টোয়েন্টিতে দারুন উন্নতি করা নেদারল্যান্ডসও। ছোট দল হিসেবে চমক দেখাতে পারে নেপাল। সবকিছু মিলিয়ে শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করা বাংলাদেশের জন্য বেশ কঠিন হবে।

এছাড়াও ‘এ’ গ্রুপে দেখা মিলবে দুই চিরপ্রতিদ্বন্ধী ভারত ও পাকিস্তানের। যেখানে তারা মুখোমুখি হবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার সাথে। ‘বি’ গ্রুপে আছে ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরমেটের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান। গ্রুপ ‘সি’ তে রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি ও উগান্ডা।

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ

গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা।
গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান।
গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি।
গ্রুপ ‘ডি’ : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল।

আরও পড়ুন: বছরের শুরুতেই হঠাৎ স্ট্যাম্পিংয়ের নিয়ম বদলালো আইসিসি

ক্রিফোস্পোর্টস/০৫জানুয়ারি২৪/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট