Connect with us
ক্রিকেট

সুপারম্যান ক্যাচে তাক লাগিয়ে দিলেন ম্যাথিউ ওয়েড

ম্যাথু ওয়েডের ক্যাচ
অবাক করা এই ম্যথু ওয়েডের সেই ক্যাচটি ছবি-টুইটার

পহেলা আগস্ট থেকে শুরু হওয়া দ্যা হান্ড্রেড আসরে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ক্রিকেটাররা। বুড়ো বয়সে আফ্রিদির আগুনে বোলিং, সুনিল নারাইনের অলরাউন্ডার পারফরম্যান্সের পরে এখন ক্রিকেট দুনিয়ায় আলোচনায় ম্যাথু ওয়েডের বাতাসে ভেসে ক্যাচের দৃশ্যটি। যেখানে ওয়েডকে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অসম্ভব দক্ষতায় একটি ছক্কা বাঁচাতে দেখা গিয়েছে। অনেকটা সুপাম্য়ানের মতো করেই হাওয়ায় উড়ে গিয়ে ছক্কাটি বাচিয়েছেন তিনি। ব্যাটিংয়েও দারুন করেছেন এই অজি। ২৭ বলে ৩৭ রানের একটি ইনিংস আসে তার ব্যাট থেকে। তবে জিততে পারেনি তার দল লন্ডন স্পিরিট।

এদিন প্রথমে ব্য়াট করতে নেমে লন্ডন স্পিরিটের হয়ে দারুণ শুরু করেচিল তাদের ওপেনিং জুটি। দলের অধিনায়ক লরেন্স ১৭ বলে করেন ২৪ রান এবং রোসিংটন ২১ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। তবে এরপরে আর সেভাবে কেউই রান পাননি। সকলেই সিঙ্গলস ডিজিটেই সাজঘরে ফিরে যান। এদিনের ম্যাচে লন্ডন স্পিরিট মোট চারটি ছক্কা ও ১৩টি চার মারে।

১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ওভাল ইনভিসিবলস। তবে তাদের শুরুটাও ভালো হয়নি। জেসন রয় ও উইল জ্যাক দলের ২৩ রানের মাথাতেই সাজঘরে ফিরে যান। জেসন রয় ৮ রান ও জ্যাক ১১ রান করেন। এরপরে ম্যাচের হাল ধরেন জর্ডন কক্স। ২১ বল ২২ রান করেন তিনি। এরপরে হেনরিখ ক্লাসেন ১ রান করে সাজঘরে ফিরলে সাম কারান ও স্যাম বিলিংস দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান। স্যাম কারান ২৮ বলে ৩৪ রান ও বিলিংস ১৫ বলে ২৫ রানের ইনিংস খেলেন।
তবে শেষের চমকটা দেন সুনীল নারিন। ৫ বলে ১৩ রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

উল্লেখ্য, দ্য হান্ড্রেড ইসিবি পরিচালিত ১০০-বলের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতা। ইংল্যান্ড ও ওয়েলসের বিখ্যাত শহরগুলির ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজ দল তৈরী করে ২০২১-এ প্রথম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। বিবিসি ও স্কাই স্পোর্টস এর উদ্যোগে এই প্রতিযোগিতার ম্যাচগুলি সম্প্রচারিত হয়।

আরও পড়ুনঃরোনালদোর ক্লাব আল নাসেরে সাদিও মানে

ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট