Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলছেন না স্টোকস

Stokes is not playing for England in T20 World Cup
বেন স্টোকস। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে স্কোয়াড গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে দলগুলো। ২০২৪ সালের পহেলা জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের মাস দুয়েক আগে এবার বড় ধরনের দুঃসংবাদই পেতে হলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে ইংলিশদের বহুল আকাঙ্ক্ষিত শিরোপা জেতাতে সবচেয়ে বড় অবদান ছিল বেন স্টোকসের। এবার শিরোপা রক্ষার লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড কিন্তু এই লড়াইয়ে তারা স্টোকসের সঙ্গ পাবে না। গ্রীষ্ম মৌসুমে ক্রিকেট থেকে বিরতির আবেদন করেছেন এই তারকা অলরাউন্ডার। আজ (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছে, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মূলত ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে ফিরে সবধরনের ক্রিকেটে অলরাউন্ড পারফর্ম করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে স্টোকস।

এর আগে সবশেষ হয়ানডে বিশ্বকাপের পরই হাঁটুর অস্ত্রোপচার করান তিনি। কিন্তু এখনো পুরোপুরি ফিট হতে পারেননি। এজন্য চলতি আইপিএলেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন স্টোকস। অস্ত্রোপচারের আগেই বোলিংও ছেড়ে দেন তিনি। তাই এখন তার লক্ষ্য ফিট হয়ে ব্যাট-বল হাতে সামনের কাউন্টিতে ডারহামের হয়ে খেলার।

আসন্ন বিশ্বকাপ শেষে ইংল্যান্ডের উইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের দু’টি টেস্ট সিরিজ রয়েছে। এই দুই সিরিজ দিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তনের আশা এই ইংলিশ অলরাউন্ডারের। ইসিবি বিবৃতিতে স্টোকস জানান, ‘আমি বোলিং ফিটনেসের দিকে সম্পূর্ণ মনোযোগ দিচ্ছি। কঠোর পরিশ্রম করছি যেন সব ধরনের ফরম্যাটেই অলরাউন্ড পারফর্ম করতে পারি। এজন্য আমি আইপিএল ও বিশ্বকাপ থেকেও নিজের নাম সরিয়ে নিয়েছি।’

চলতি আইপিএলের আগেই ভারতে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলে ৪-১ ব্যবধানে লজ্জার হার পায় সফরকারীরা। যদিও সবাইকে অবাক করে দিয়ে প্রথম ম্যাচেই স্বাগতিকদের হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। পুরো সিরিজে শেষ ম্যাচে শুধু স্টোকস মাত্র পাঁচ ওভার বল করেছিল।

আগামী পহেলা জুন থেকে বিশ্বকাপের খেলা শুরু হলেও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড মাঠে নামবে ৪ তারিখ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

আরও পড়ুন: আইপিএলের সূচিতে পরিবর্তন

ক্রিফোস্পোর্টস/২এপ্রিল২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট