Connect with us
ক্রিকেট

সাকিবদের ২৮০ রানের লক্ষ্য ছুড়ে দিলো শ্রীলঙ্কা

Ban vs Sl
বাংলাদেশ দল। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ লঙ্কানদের মুখোমুখি হয়েছে টাইগাররা। প্রথমে বোলিং করা বাংলাদেশ ২৮০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করবে।

দিল্লী অরুণ জেটলি স্টেডিয়ামে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্বান্ত নেয় বাংলাদেশ। একাদশে এক পরিবর্তন নিয়ে বোলিংয়ে নামে টাইগাররা। মুস্তাফিজের পরিবর্তে অভিষিক্ত হয়ে মাঠে নামেন তানজিম সাকিব।

বোলিংয়ে নেমে প্রথম ওভারেই আঘাত হানে টাইগাররা। উইকেটের পেছনে থাকা মুশফিকের হাতে ক্যাচ দিয়ে শরিফুলের শিকার হয়ে সাজঘরে ফেরেন কুশাল পেরেরা। এরপর ম্যাচের হাল ধরেন কুশল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা। ৬৬ রানের মাথায় সাকিবের শিকার হয়ে কুশল মেন্ডিস ফিরে গেলে ভেঙে যায় জুটিটি। এর কিছুক্ষণ পরেই তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার পাথুম নিসাঙ্কা।

দলীয় ১৩৫ রানের মাথায় চতুর্থ আঘাত হানেন দলপতি সাকিব আল হাসান। ওই একই অভারে ঘটে যায় বিরল এক ঘটনা। ভুলে অন্য হেলমেট নিয়ে মাঠে চলে আসা অ্যাঞ্জেলো ম্যাথিউস হেলমেট পাল্টাতে গিয়ে তিন মিনিটের বেশি করায় সাকিবের আবেদনের কারণে আম্পায়ার আউট দিয়ে দেন ম্যাথিউসকে।

শেষ পর্যন্ত চারিথ আসালাঙ্কার ১০৮ এবং সিলভা ও মহেশের মাঝারি ক্যামিওতে ৪৯.৩ ওভার খেলে ২৭৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে অভিষিক্ত তানজিম সাকিব সর্বোচ্চ ৩ টি এবং সাকিব ও শরিফুল ২ টি করে উইকেট নেন।

সসংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২৭৯/১০ (৪৯.৩ ওভার)

আরও পড়ুন: বিরাট কোহলি যেন অতুলনীয়

ক্রিফোস্পোর্টস/০৬নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট