Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে ‘অপমানজনক’ রেকর্ড গড়লো শ্রীলংকা

এভাবেই একে একে সব ব্যাটার মুখ থুবড়ে পড়ে ভারতের বোলিং লাইনের সামনে। ছবি- ক্রিকইনফো

বিশ্বকাপে গতকাল ভারত-শ্রীলংকার ম্যাচকে ‘ইতিহাসের পুনরাবৃত্তি’ বললে হয়তো মোটেই ভুল বলা হবে না। কারণ দেড় মাস আগেই এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৫০ রানে অলআউট হয়েছিল লংকানরা। এবার বিশ্বকাপে অলআউট হলো ৫৫ রানে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম রানে অলআউট হওয়ায় এটাই প্রথম। এই রেকর্ডের ফলে বাংলাদেশের ৫৮ রানে অলআউট হওয়ার কীর্তি দুইয়ে নেমে গেছে।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৫৭ রানের। ৩৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলংকা। টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যানই শূন্য রানে সাজ ঘরে ফেরেন। ওয়ানডে ক্রিকেটে দুই ওপেনারেরই শূন্য রানে আউট হওয়ার এটি চতুর্থ ঘটনা।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো শ্রীলংকা ৯ ওভার ৪ বলে ১৪ রানে ষষ্ঠ উইকেট হারায় আর ২২ রানে সপ্তম। এক সময়ে তে মনে হচ্ছিল, বিশ্বকাপ ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ডই না করে বসে সাঙ্গাকারা-জয়াসুরিয়ার উত্তরসূরীরা। বিশ্বকাপে সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হওয়ার স্মৃতি আছে কানাডার। ২০০৩ বিশ্বকাপে এই শ্রীলংকার বিপক্ষেই ৩৬ রানে অলআউট হয়েছিল কানাডা।

২৯ রানে নিজেদের অষ্টম উইকেট হারালে শ্রীলংকা প্রথমে ৩৬ রানের গন্ডি পেরোয়। নবম উইকেটে লংকানদের ২৯ বলে ২০ রানের জুটি ভাঙেন মোহাম্মদ শামি। আর দিলশান মাদুশাঙ্কাকে আউট করে কফিনে শেষ পেরেক ঠুকেন জাদেজা। এতে ৫৫ রানে ম্যাথিউসদের অলআউটের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩০২ রানের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করা ভারত শুভমান গিল, বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ারের কল্যাণে ৩৫৭ রানের বিশাল পুঁজি পায়। ভারতের ৫ উইকেট তুলে নেন দিলশান মাদুশাঙ্কা।

আরও পড়ুন: বিশ্বকাপে মোহাম্মদ শামির নতুন রেকর্ড

ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৩/এমএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট