Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে ভারতের নেতৃত্বে রোহিতকে দেখতে চান সৌরভ গাঙ্গুলী

Sourav Ganguly and Rohit Sharma
সৌরভ গাঙ্গুলী ও রোহিত শর্মা- সংগৃহীত

দীর্ঘ বিরতির পর ভারতের টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্তি হয়েছে দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। আসন্ন আফগানিস্তান সিরিজ দিয়ে সংক্ষিপ্ততম ফরমেটের ক্রিকেটে ফিরছেন এই দুই ক্রিকেটার। মূলত বিশ্বকাপকে সামনে রেখে দলে রাখা হয়েছে তাদের। এদিকে সৌরভ গাঙ্গুলী মনে করেন বিশ্বকাপে ভারত দলের দায়িত্ব দেওয়া উচিত রোহিতের উপর।

গেল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর এই ফরম্যাটের ক্রিকেটে আর দেখা যায়নি ভারতের দুই সেরা ব্যাটার বিরাট ও রহিতকে। সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপ হাত ছাড়া হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কোন সুযোগ নিতে চায় না বিসিসিআই। তাই দুই অভিজ্ঞ ব্যাটারকে পুনরায় দলে ভিড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এদিকে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের টি-টোয়েন্টি দলে অধিনায়কত্বের ভূমিকা পালন করছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে গেল ওয়ানডে বিশ্বকাপে চোট পেয়ে লম্বা সময়ের জন্যে মাঠের বাইরে ছিটকে যান তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাওয়ার সম্ভাবনা কম। এতে করে শেষ দুই সিরিজে দলকে নেতৃত্ব দেন সূর্য কুমার যাদব।

তবে এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নেতৃত্বের দায়িত্বে রোহিত শর্মাকে দেখতে চান ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের হাতে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া উচিত।’

রোহিতের পাশাপাশি বিরাট কোহলিকেও বিশ্বকাপে খেলানোর পক্ষে রায় দেন তিনি, ‘বিরাটকেও টি-টোয়ান্টি বিশ্বকাপ দলে রাখা উচিত। কেননা বিরাট বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’ মূলত তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতাকেও মূল্যায়ন করার চেষ্টা করেন এই সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার।

ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মা ও বিরাট কোহলি। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির রেকর্ড ঈর্ষণীয়। তিনি বিশ্বকাপের ২৫ ইনিংসে ব্যাট করে ১৪টি অর্ধশতকসহ ৮১.৫০ গড়ে ১১৪১ রান করেন। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এবারের বিশ্বকাপ মিশন।

আরও পড়ুন: বিপিএলের আগেই অনুশীলনে চোট পেলেন তামিম ইকবাল

ক্রিফোস্পোর্টস/০৯জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট