Connect with us
ক্রিকেট

ক্রিকেট জার্নির ইতি টানলেন স্যার অ্যালিস্টার কুক

এবার সব ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি স্যার অ্যালিস্টার কুক

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে একজন কিংবদন্তি ক্রিকেটার হলেন স্যার অ্যালিস্টার কুক। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন পাঁচ বছর আগেই। তবে এবার সব ধরনের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক।

আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটান কয়েক বছর আগেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও খেলে যাচ্ছিলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট তথা কাউন্টি ক্রিকেট। তবে শুক্রবার (১৩ অক্টোবর) ২০ বছরের পেশাদারী ক্রিকেটের ইতি টানেন তিনি। তার অবসরের বিষয়টি বিবিসি স্পোর্ট, স্কাই স্পোর্টসসহ একাধিক ইংলিশ সংবাদ মাধ্যম নিশিত করেছে।

অবসর নেয়ার পর কুক এক বিবৃতিতে বলেন, “বিদায় বলা সহজ নয়। দুই দশকেরও বেশি সময় ধরে, ক্রিকেট আমার কাজের চেয়ে অনেক বেশি ছিল। এটি আমাকে এমন জায়গাগুলি অনুভব করতে দিয়েছে যা আমি স্বপ্নেও ভাবিনি যে আমি যেতে পারব, এমন দলের অংশ হব যারা এমন কিছু অর্জন করেছে যা আমি কখনই করতে পারিনি। আমি সর্বদাই আমার সম্ভাব্য সেরা খেলোয়াড় হওয়ার জন্য যা কিছু আছে তা দিয়েছি, কিন্তু এখন আমি নতুন প্রজন্মের দায়িত্ব নেওয়ার পথ তৈরি করতে চাই।

যে আট বছর বয়সী ছেলেটি প্রথম উইকহ্যাম বিশপস আন্ডার ১১- এর হয়ে খেলেছিল, তার থেকে এখন পর্যন্ত, আমি গর্বের সাথে মিশ্রিত এক অদ্ভুত দুঃখের অনুভূতি দিয়ে শেষ করছি। যদিও সর্বোপরি, আমি অবিশ্বাস্যভাবে খুশি।”

ইংল্যান্ডের ক্রিকেটে কুকের অবদান অসামান্য। টেস্ট ক্রিকেটে ১২০০০ রানের তালিকায় একমাত্র ইংলিশ ক্রিকেটার তিনিই। অবসরের পাঁচ বছর পরও ইংল্যান্ডের হয়ে টেস্টে রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে রয়েছেন কুক। ১৬১ ম্যাচে ২৯১ ইনিংস ব্যাট করে ৪৫.৩৫ গড়ে ১২ হাজার ৪৭২ রান করেছেন তিনি।

২০০৩ সালে এসেক্সে অভিষেক হয়েছিলো কুকের। ২০০৬ সালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ হয় কুকের। ২০০৯ সালে টি-টোয়েন্টি, ২০১৪ সালে ওয়ানডে আর ২০১৮ সালে টেস্টে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কুক।

আরও পড়ুন: ভারতের সঙ্গে যে ইতিহাস বদলাতে চায় পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৩/এমটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট