Connect with us
ক্রিকেট

টানা তিন হারে টি-টেন লিগ থেকে সাকিবদের বিদায়

Bangla Tigers
জয়ের দ্বিগুণের বেশি ম্যাচে হার নিয়ে বিদায় নিয়েছে সাকিবরা। ছবি- সংগৃহীত

আবুধাবি টি-টেন লিগে জয়ের বিপরীতে দ্বিগুণের বেশি হার নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। টি-টেন লিগের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে সাকিব-রশিদ খানদের মতো খেলোয়াড়দের নিয়ে দল গড়েছিল ফ্রাঞ্চাইজিটি। তবে নামের ভারে থাকা দলটি পারফর্ম করতে পারেনি মাঠে। এবারের আসরে বড় দল গড়েও ৭ ম্যাচের মধ্যে জিততে পেরেছে মাত্র ২টিতে। এতে করে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে দলটি।

হার দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করেছিল বাংলা টাইগার্স। শুরুর দুই ম্যাচ হারের পর আবার দুই ম্যাচ জিতে লড়াইয়ে ফেরার আভাস দেয় দলটি। তবে শেষ তিন ম্যাচে টানা হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন সাকিব-রশিদরা।

আজ শনিবার (৩০নভেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইউপি নবাবসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলা টাইগার্স। যেখানে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে হারিয়ে দলটি তুলতে পারে মাত্র ৮৭ রান।

আরও পড়ুন:

» বার্সার ১২৫তম জন্মদিনে মেসির আবেগঘন বার্তা

» প্রথম কিউই ক্রিকেটার হিসেবে উইলিয়ামসনের অনন্য রেকর্ড 

ওপেনিংয়ে হজরতউল্লাহ জাজাই এবং মোহাম্মদ শেহজাদের মন্থর ব্যাটিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলা টাইগার্স। জাজাই ২৩ বলে ২৪ এবং শেহজাদ ১৭ বলে ২৩ রান করে আউট হন। শেষদিকে ইফতিখারের ১৫ বলে ২৭ রানের ইনিংসে কিছুটা লড়াইয়ের পুঁজি পায় সাকিবের দল।

এদিকে সাকিব এক বল খেললেও করতে পারেনি কোনো রান। ইউপির হয়ে ২ ওভার বল করে ৯ রান খরচায় ৩ উইকেটে নেন ইংলিশ পেসার টাইয়ান মিলস।

জবাবে ব্যাট করতে নেমে ইউপির দুই ওপেনার আভিস্কা ফার্নানেন্দো ও আন্দ্রে ফ্লেচারের মারকুটে ব্যাটিংয়ে জয়ের দিকে এগোতে থাকে দলটি। শেষদিকে নাজিবুল্লাহর অপরাজিত ক্যামিওতে জয়ের বন্দরে পৌঁছে যায় ইউপি নবাবস।

দলের হয়ে আভিষ্কা করেন ১৬ বলে ৩৬, ফ্লেচার করেন ১৯ বলে ২৭ এবং নাজিবুল্লাহ ৫ বলে ১৯ রান করেন। এতে করে ১২ বল এবং ৭ উইকেট হাতে নিয়েই ম্যাচটি নিতে নেয় ইউপি। এদিন দলের হয়ে ২ ওভার বল করে ১২ রান খরচায় সাকিব থাকেন উইকেটশূন্য।

৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের ৯ এ থেকে টুর্নামেন্ট শেষ করল বাংলা টাইগার্স।

ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট