Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিততে চান সাকিব

Shakib wants to win the second Test against Sri Lanka
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে জয় পেলেও দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সফরকারীদের কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারের ম্যাচে টাইগার ব্যাটাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ। আগামী রবিবার (৩০ মার্চ) থেকে এই দুই দল দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবে।

আর এই চট্টগ্রাম টেস্টের মধ্য দিয়ে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন সাকিব। তারপর চোট ও অন্যান্য কারণে গত কয়েক মাস জাতীয় দলের বাইরে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ (বৃহস্পতিবার) এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব। সেখানে তিনি দ্বিতীয় টেস্টে লঙ্কানদের বিপক্ষে জয়ের আশা ব্যক্ত করেন।

সাকিব বলেন, ‘আমরা সব সময় জয়ের জন্যই মাঠে নামি কিন্তু টেস্ট ক্রিকেটে আমরা বরাবরের মতই স্ট্রাগল করি। টেস্ট ক্রিকেটটা আমাদের জন্য অনেক কঠিন। কিন্তু আমার মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ম্যাচ জেতা উচিত।’

নিজের ব্যক্তিগত কোন লক্ষ্য আছে কি না এ সম্পর্কে সাকিব বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলার সময় আমি কখনোই ব্যক্তিগত কোনো লক্ষ্যকে সামনে রেখে খেলিনি। আমি সব সময় চেয়েছি দলের জন্য কিভাবে অবদান রাখা যায়। আমার তেমন ব্যক্তিগত কোনো গোল নেই।’

পাশাপাশি দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরতে পেরে সাকিব নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেন, ‘দেশের হয়ে খেলতে পারাটা আমার জন্য সব সময়ই গর্বের বিষয়। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি ভীষণ খুশি। টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি অনেক গর্বিত।’ আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে ফিরছেন সাকিব আল হাসান।

আরও পড়ুন: বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলাকে বিশাল সুসংবাদ দিলো আইসিসি 

ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট