Connect with us
ক্রিকেট

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এলিট ক্লাবে নাম লেখালেন সাকিব

Shakib al hasan
রংপুর রাইডার্সের জার্সিতে সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগ্রাসী ব্যাটিংয়ে ১৬ বলে করেন ২৭ রান করার পথে নতুন একাধিক মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আন্দ্রে রাসেলের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান এবং ৪০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করল সাকিব।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরে রংপুর রাইডার্সের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩ চার এবং ১ ছক্কার এই ইনিংস খেলে নতুন মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এছাড়াও তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান করেছেন সাকিব।

সকল ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে সাকিব আল হাসান ৪২১ ম্যাচ খেলে করেছেন মোট ৭০১৯ রান। এছাড়াও এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তিনি শিকার করেছেন ৪৭৬ উইকেট। এর আগে এমন কীর্তি করে দেখিয়েছেন কেবল ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

আন্দ্রে রাসেল ৪৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ৭৯৯২ রান। এছাড়াও তার ঝুলিতে আছে ৪২৪ টি উইকেট। টি-টোয়েন্টিতে এমন অলরাউন্ড পারফরমেন্সের বিচারে ৭ হাজারের বেশি রান এবং ৪০০ এর অধিক উইকেটের মালিক এখন কেবল সাকিব এবং রাসেল।

এছাড়াও এদিন দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ৭ হাজারের অধিক রানের মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। এর আগে টাইগার ওপেনার তামিম ইকবাল ২৫৫ ম্যাচ খেলে করেছিলেন ৭৩৮৬ রান। এরপর আর কোন টাইগার ব্যাটার টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৬ হাজার রানের ক্লাবেও পৌছায়নি।

আরও পড়ুন: সত্যি হলো গুঞ্জন, টেস্ট দল থেকে বাদ পড়লেন কোহলি!

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট