Connect with us
ক্রিকেট

আইসিসির মাস সেরা ক্রিকেটার সাকিব

আরব আমিরাতের আসিফ খান ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে পেছনে ফেলে আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। অবশেষে তিনি হাতে পেলেন সেই পুরস্কার।

চলতি বছরের মার্চে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-২০ তে হোয়াইটওয়াশ করে টাইগাররা। ওই সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব। এরপর আয়ারল্যান্ডে সিরিজেও আলো ছড়ান তিনি।

ইংল্যান্ডকে ও আয়ারল্যান্ড সিরিজের পারফরমেন্সকে বিবেচনা করেই সাকিবকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় আইসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে সাকিবের একটি ছবি শেয়ার করে। সেখানে দেখা যায়, ড্রেসিংরুমে মার্চের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ পুরস্কার হাতে দাঁড়িয়ে আছেন সাকিব।

এ বিষয়ে বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, পুরস্কারটি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেলিস্টকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন।

উল্লেখ্য, মার্চে মোট ১২ ম্যাচ খেলে সাকিব করেন ৩৫৩ রান আর বল হাতে তুলেন ১৫টি উইকেট।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট