Connect with us
ক্রিকেট

দলের সঙ্গে ফিরছেন না সাকিব, কোথায় যাচ্ছেন?

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়া সিরিজ জয়ের পর বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ। তবে দলের সঙ্গে দেশে ফিরছেন না সাকিব আল হাসান। তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে ইংল্যান্ডে যাবেন।

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়েছেন সাকিব। এই চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি চারদিনের ম্যাচ খেলবেন সাকিব। সমারসেটের বিপক্ষে এই ম্যাচটি আগামী ৯-১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

চলতি মাসেই দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে বাংলাদেশ। ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্য দেশ ছাড়বে টাইগাররা। কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলে ১৫ তারিখ ভারতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের।

আরও পড়ুন:

» টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া

» বিসিবি থেকে পদত্যাগ করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক 

এদিকে পাকিস্তান থেকে দলের প্রথম ভাগ আজ রাত ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর দিবাগত রাত ২টায় দ্বিতীয় ভাগে ফিরবে দলের বাকি অংশ।

ভারত সফরকে সামনে রেখে আগামী ৮ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। অন্যদিকে টেস্ট দলের বাইরে থাকা ক্রিকেটাররা আজ থেকেই অনুশীলন শুরু করেছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ নিজেদের ঝালিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ-জাকেররা।

ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট