Connect with us
ক্রিকেট

বিসিবি থেকে পদত্যাগ করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক

Naimur RahmanDurjoy resigned from BCB
নাইমুর রহমান দুর্জয়। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন নাঈমুর রহমান দুর্জয়। গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ই-মেইলের মাধ্যমে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক। দেশের একটি গণমাধ্যমকে মুঠোফোনে দেয়া সাক্ষাৎকারে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২১ আগস্ট বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়ান পাপন। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং পরিচালনা পর্ষদের আরো দুই সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি ও শফিউল আলম চৌধুরি নাদেল। এবার এই তালিকায় যুক্ত হলেন দুর্জয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপণে রয়েছেন সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া বিসিবির  পরিচালনা পর্ষদের আওয়ামী লীগ পন্থী বেশ কয়েকজন সদস্যও বিসিবির কার্যক্রমে যোগ দেননি।

আরও পড়ুন:

» আইসিসি র‍্যাঙ্কিংয়ে লিটন-মিরাজদের বিশাল উন্নতি

» পাকিস্তানকে সিরিজ হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ 

দুর্জয়ও আওয়ামী লীগের হয়ে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। যদিও সবশেষ নির্বাচনে দল থেকে মনোনয়ন পাননি তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই  বিসিবির কোনো কার্যক্রমে ছিলেন না তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর দীর্ঘদিন ধরে বিসিবিতে কাজ করেন দুর্জয়। বিসিবির বেশ কয়েকটি বিভাগে দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট