Connect with us
ক্রিকেট

গুরু দায়িত্ব নিয়ে পুরোনো সম্পর্ক ফিরে পেলেন দ্রাবিড়

Rahul Dravid
রাহুল দ্রাবিড়। ছবি- সংগৃহীত

জাতীয় দলের চাকরি শেষ হতে না হতেই হেড কোচ হিসাবে নতুন চাকরিতে ফিরছেন ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের (আইপিএল) অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সাথে সম্পর্ক গড়তে যাচ্ছেন ভারতীয় এই কিংবন্তি খেলোয়াড়। আসন্ন আইপিএলে সঞ্জু স্যামসনদের কোচিং প্যানেল সামলাবেন তিনি।

ক্রিকেট বিষয়ক ওয়েব সাইট ক্রিনই্নফো খবরে বলা হয়েছে, সম্প্রতি রাহুল চুক্তিবদ্ধ হয়েছেন রাজস্থানের সাথে। চুক্তিবদ্ধ হয়েই আসন্ন আইপিএলের নিলামের আগে খেলোয়াড় রেখে দেওয়ার (রিটেনশন) ব্যাপারে কথা বলেছেন এই কোচ। এছাড়াও দলের সার্বিক দিক নিয়ে কথা বলেছেন তিনি।

দ্রাবিড়ের সঙ্গে ফ্রাঞ্চাইজিটির সংমিশ্রণও বেশ রসালো। ২০১২ ও ২০১৩ মৌসুমে রাজস্থানের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে রসায়নও ভালো রাহুলের। কারণ অনূর্ধ্ব-১৯ দল থেকেই স্যামসনের সাথে সম্পর্ক তার।

আরও পড়ুন : 

» আইসিসি র‍্যাঙ্কিংয়ে লিটন-মিরাজদের বিশাল উন্নতি

» রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের প্রধান কোচ হিসাবে কাজ করেছেন দ্রাবিড়। তার সময়ে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ভারত। এরপর তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিআই) প্রধান কোচের দায়িত্ব পান। জুলাই মাসে জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন দ্রাবিড়।

ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৪/এইচআই

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট