Connect with us
ক্রিকেট

বোলারদের চ্যালেঞ্জ দিয়ে যা বললেন সাকিব-হাতুরু

সাকিব
এশিয়া কাপে বাংলাদেশের দুই মাস্টারমাইন্ড অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি-ইএসপিএন

লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলে দেশে ফিরেছেন সাকিব। এশিয়া কাপকে সামনে রেখে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

প্রায় সপ্তাহ দেড়েক ধরে মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। আগামীকাল রোববার টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

এশিয়া কাপের গুরুদায়িত্ব এখন সাকিবের কাঁধে। তাই আজকের সংবাদ সম্মেলনে দল নিয়ে অনেক কথাই বলেছেন সাকিব এবং হাতুরুসিংহে।

সাকিব এশিয়া কাপের প্রথম ম্যাচ সম্পর্কে বলেন, ওখানে ব্যাটসম্যানরা রান পায়। এবারও তেমন কিছু্ হবে। এজন্য আমাদের বোলারদেরকেই চ্যালেঞ্জ নিতে হবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’

সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জিততে চাওয়া সাকিব বলেন, ‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এজন্য আমাদেরকে আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করবো।’

কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন,’প্রস্ততিতে আমি খুবই সন্তুষ্ট। আমরা শুরুতে ফিটনেস নিয়ে বেশ কাজ করেছি, এরপর স্কিল নিয়ে। অনুশীলনে প্রথমবারের মতো বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি যেগুলো গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। যেখানে ছেলেরা শেষ বল পর্যন্ত নিজেদের ইনটেনসিটি দেখিয়েছে।’

আরও পড়ুন : নিজের জন্মদিনে পুত্র সন্তানের বাবা হয়ে দোয়া চাইলেন শান্ত

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট