Connect with us
ক্রিকেট

সমালোচনা পাশ কাটিয়ে অনুশীলনে সাকিব, দলকে রাখছেন চাঙা

অনুশীলনের সাকিব ও গোটা দল। ছবি- বিসিবি

দেশের ক্রিকেটের অন্যতম সেরা পোস্টার বয় সাকিব আল হাসান। তবে গেল কিছুদিনে বদলে গেছে সবকিছু। হচ্ছেন প্রতিনিয়ত সমালোচনার শিকার। পারফরমেন্সেও দেখাতে পারছেন না ধার। এদিকে তাকে নিয়ে রটেছে নানা গুজব। তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে অনুশীলনে মনোযোগী সাকিব। মানসিকভাবে ব্যাকফুটে থাকা দলকে রাখছেন চাঙা।

মূলত গেল বেশ কিছুদিন দেশে ছাত্র-জনতার আন্দোলনে চাপের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দলের প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্য ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব। দেশের ক্রান্তিলগ্নে যখন সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের তারকারাও ছাত্রদের সমর্থনে এগিয়ে আসছিলেন, তখন গোটা সময় একেবারে নিশ্চুপ ছিলেন সাকিব।

প্রিয় তারকার এমন নীরবতায় বেশ ক্ষুব্ধ হয়েছে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রায় সকল তরুণ সমাজ। এদিকে বেশ কিছুদিন যাবত মাঠের ক্রিকেটেও তেমন নজর কারা পারফরম্যান্স দিতে পারছেন না এই অলরাউন্ডার। এদিকে সম্প্রতি ছড়িয়েছে সাকিবের কিছু ভিডিও ক্লিপ ও ছবি। যাতে বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে সাকিবের অবৈধ সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন।

এমনকি স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে সাকিবের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন রটে। তবে এসব কিছু গুজব বলে উড়িয়ে দেন শিশির নিজেই। সবকিছু ছাড়িয়ে বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তানের রয়েছেন সাকিব। টেস্ট সিরিজ সামনে রেখে করছেন অনুশীলন। মাথা থেকে সমালোচনার কথা ঝেড়ে ফেলে অনুশীলনে পূর্ণ মনোযোগী এই অলরাউন্ডার। পাশাপাশি দলকে চাঙা রাখতে পালন করছেন বিশেষ ভূমিকা।

আন্দোলন ও দেশের অস্থির পরিস্থিতির কারণে ক্রিকেটাররা যেন মানসিকভাবে পিছিয়ে না পড়েন, তাই দলে ইতিবাচক পরিবেশ বজায় রাখছেন সাকিব, মুশফিক, শান্তরা। গতকাল এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। যেখানে তিনি বলেন সিনিয়র ক্রিকেটার হিসেবে নিজেদের কাজ দারুন ভাবে করছেন তারা।

মুশতাক বলেন, ‘এখানে সবাই বেশ পরিণত। তারা রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচ খেলার জন্যে মুখিয়ে আছে। প্লেয়াদের সঙ্গে ম্যানেজমেন্টের দারুণ সম্পর্ক রয়েছে তাদের মাঝে। সাকিবের মত প্লেয়ার দারুণ ভূমিকা রাখছে। মুশফিক ও শান্তও আছে এখানে। তারা সিনিয়র ক্রিকেটার হিসেবে দারুণ ইতিবাচক ভূমিকা রাখছে। এখানে সবকিছু ঠিক আছে। তারা সবাই ক্রিকেটের দিকেই রেখেছেন নিজেদের মনোযোগ।’

আরও পড়ুন: বিসিবি ও পিসিবির মধ্যকার সম্পর্ক নিয়ে খুশি মুশতাক

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট