Connect with us
ক্রিকেট

বিসিবি ও পিসিবির মধ্যকার সম্পর্ক নিয়ে খুশি মুশতাক

বিসিবি-পিসিবি নিয়ে মুশতাকের মন্তব্য। ছবি- সংগৃহীত

পাকিস্তান সিরিজকে সামনে রেখে বর্তমানে সে দেশেই অনুশীলনে ব্যস্ত রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও পূর্বসূচি অনুযায়ী আজ পাকিস্তান যাওয়ার কথা ছিল শান্ত বাহিনীদের। তবে আরো চার দিন আগে বাংলাদেশ দল পৌঁছে যায় পাকিস্তানি। যেখানে টেস্ট সিরিজকে সামনে রেখে অতিরিক্ত তিনদিন অনুশীলন করেছে শান্ত-মুশফিকরা।

মূলত বেশ কিছুদিন ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর কিছু সময় দেশে বিরাজ করেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিরতা। সবকিছু মিলিয়ে দেশের মাটিতে ঠিকমতো অনুশীলন করতে ব্যাঘাত ঘটেছিল বাংলাদেশ ক্রিকেট দলের। এমনকি নিরাপত্তা সংকটে দেশেও ফেরেনি বিদেশী কোচিং স্টাফরা।

এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আহ্বান জানায় বিসিবিকে নির্ধারিত সময়ের পূর্বে তাদের দেশে গিয়ে পর্যাপ্ত অনুশীলন কর্মসূচি পালন করার। পিসিবির এমন প্রস্তাবে রায় দিয়ে গেল ১২ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এমন সম্পর্ক দেখে বেশ খুশি বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ।

টাইগারদের এই কোচ বলেন, ‘পিসিবি দারুন একটা কাজ করেছে। তারা বিসিবিকে বলেছে, যেহেতু আপনাদের দেশের অবস্থা ভালো নয়, আপনারা দলকে আগে নিয়ে আসুন। আমরা আপনাদের খেয়াল রাখব। এটাকেই তো ভ্রাতৃত্ববন্ধন বলে। পিসিবির এমন কাজ দেখে বিসিবির কর্মকর্তারাও সবাই বেশ খুশি এবং সবাই অনেক প্রশংসা করেছে।’

‘তারা আগে নিজে থেকেই বিসিবিকে কল করেছে, যখন বাংলাদেশে অনুশীলন করা যাচ্ছিল না। পিসিবি বলেছে আপনারা এখানে চলে আসুন, আমরা ব্যবস্থা করে দেব সব। এমন উদ্যোগে আমি পিসিবিকে ধন্যবাদ দিতে চাই। দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে এটা দারুন এক সম্পর্ক তুলে ধরছে। বিসিবিও সামনে দুদেশের মাঝে ট্যালেন্ট এক্সচেইঞ্জিং প্রোগ্রামের কথা ভাবছে। আশা করি দুদেশের মাঝে এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে।’

আরও পড়ুন: বিসিবির সভাপতি পদ থেকে সরে যেতে রাজি পাপন!

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট