Connect with us
ক্রিকেট

দেশের মানুষ ও পরিবারের জন্য সেমিফাইনালে পৌছাতে চান শহিদী

Hashmatullah
হাশমতুল্লাহ শহিদী। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের রীতিমতো উড়ছে আফগানরা। একের পর এক দলকে পরাজিত করে নতুন নতুন ইতিহাস রচনা করছে তারা। সেমিফাইনালে খেলতে পারাটাই এখন তাদের প্রধান লক্ষ্য। আর সেমিফাইনালে খেলা নিয়ে নতুন ইচ্ছার কথা জানিয়েছেন আফগান দলপতি হাশমতুল্লাহ শহিদী।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৪ টি ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। ফলে সেমিফাইনালে খেলার লড়াইয়ে এখনো টিকে আছে রশিদ-নবিরা। আর এই সেমিফাইনালে খেলাটাই এখন তাদের প্রধান লক্ষ্য। কয়েক মাস আগে মাকে হারানো আগফগান কাপ্তান হাশমতুল্লাহ শহিদী তাই পরিবার ও দেশের জন্য হলেও সেমিফাইনালে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

শুক্রবার (৩ নভেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটে জয়ের পর হাশমতুল্লাহ শহিদী বলেন, আমরা সবাই মিলে দলকে জিতিয়েছি। আমরা সেমিফাইনালে খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং তাতে সফলও হতে চাই ।

গত তিন মাস আগেই মাকে হারিয়েছি। তার জন্য হলেও সেমিফাইনালে খেলতে চাই।

এছাড়া তিনি তার দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, বর্তমানে আমাদের দেশের শরনার্থীরা অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের এই জয়গুলো তাদেরকেই উৎসর্গ করতে চাই। যদি আমরা সেমিফাইনালে খেলতে পারি তাহলে তা আমার পরিবার এবং দেশের জন্য অনেক গৌরব বয়ে আনবে।

বিশ্বকাপে আফগানিস্তানের আর দুইটি ম্যাচ বাকি রয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদি দুটিতেই জয় পায় তাহলে আফগানদের সেমিফাইনালে খেলা নিশ্চিত। আর একটিতে জয় পেলে বিভিন্ন সমীকরণ মিলাতে হবে রশিদ-শহিদীদের। যদিও এখান থেকে সেমিফাইনালে ওঠা অনেকটাই কঠিন তবুও হাল ছাড়ছে না হাশমতুল্লাহ শহিদীর দল।

আরও পড়ুন: জানা গেল সাকিবের ব্যাটে স্টিকার না থাকার কারণ

ক্রিফোস্পোর্টস/০৪নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট