Connect with us
ফুটবল

সাফজয়ী মোগিনির পর সাজেদারও অবসরের ঘোষণা, কীসের ইঙ্গিত?

মোগিনি ও সাজেদা। ছবি- গুগল

প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক ফুটবল বাছাই পর্বের জন্য বেশ কয়েকদিন ধরে অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। সেই দলের সঙ্গে ছিলেন মোগিনি-সাজেদেরাও। তবে গত শনিবার বিকেলে টিম মিটিংয়ে তাদের ডেকে জানানো হয়; ক্যাম্প ছাড়তে হবে। আর সেদিনই খাগড়াছড়ির বাড়িতে চলে যান মোগিনি। পরে অভিমানে জাতীয় দল থেকে অবসরের ঘোষণাটাই দিয়ে দেন সাফজয়ী দলের এই ফুটবলার।

এবার মোগিনির জাতীয় দল ছাড়ার একদিন পর দলকে বিদায় বললে দিলেন তারই আরেক সতীর্থ সাজেদা। মোগিনির মত জাতীয় দলে জায়গা পাননি সাজেদা খাতুনও। ফেসবুক স্ট্যাটাস দিয়ে এমনটা জানিয়েছেন তিনি।

মাত্র ২০ বছরে বয়সে ফুটবলকে বিদায় বলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ফেসবুকে সাজেদা লিখেন, বিদায় একদিন সবাইকেই নিতেই হবে ফুটবল ক্যারিয়ার থেকে। আজকের পর থেকে আমি ফুটবল ক্যারিয়ারকে বিদায় দিলাম। নতুন করে জীবন শুরু করতে চাই।

আরও পড়ুন: জমানো সব টাকা গায়েব, নিঃস্ব উসাইন বোল্ট!

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল