Connect with us
ফুটবল

চলে গেলেন সাফজয়ী নারী ফুটবলার, শোকের ছায়া ফুটবল অঙ্গণে

SAFF winner Rajia Khatun is no more
রাজিয়া খাতুন। ছবি- সংগৃহীত

সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেছেন অনূর্ধ্ব-১৮ সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুন৷

ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে জানা গেছে, গতকাল (বুধবার) রাতে গ্রামের বাড়ি সাতক্ষীরায় সন্তান প্রসব করেন রাজিয়া। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। সেই রক্তক্ষরণেই আজ ভোরে প্রাণ হারান তিনি। তবে নবজাতক শিশুটি জীবিত আছে বলে জানা গেছে। রাজিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ফুটবল অঙ্গণে।

রাজিয়ার আকস্মিক মৃত্যুতে খুবই ব্যথিত হয়েছেন জাতীয় দলের তারকা ফুটবলার সানজিদা আক্তার। তিনি বলেন, ‘আমাদের ক্যারিয়ার একই সময়ে শুরু হয়। ক্যাম্প থেকে বাদ পড়ার পর ও লিগ খেলেছে এবং পরবর্তীতে বিয়ে করেছে। বাচ্চা হওয়ার সময় ও মারা গেছে শুনে খুবই খারাপ লাগছে।’

বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন রাজিয়ার স্মৃতিচারণ করে জানান, ‘২০১৭ সালে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে রাজিয়া খেলেছিলো। পরের বছর সাফ অনূর্ধ্ব-১৮ ভুটানের চ্যাম্পিয়ন দলেও ছিল। সিনিয়র দলে ক্যাম্পও করেছে কিছুদিন। পারফরম্যান্সে অবনতির কারণে ২০১৯ সালের দিকে ক্যাম্প থেকে বাদ পড়ে।’

ক্যাম্প থেকে বাদ পড়ার পরেও ফুটবলের সঙ্গ ছাড়েননি রাজিয়া৷ এফসি ব্রাহ্মণবাড়িয়া ও কাচারিপাড়া দুই দলে গত দুই লিগ খেলেছিলেন তিনি।

২০০১ সালের ২৫ জানুয়ারি জন্ম নেওয়া রাজিয়া বাংলাদেশ নারী ফুটবলের উত্থানের শুরুর দিকের একজন। এএফসি অনূর্ধ্ব-১৪ রিজিওনাল (সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়া) চ্যাম্পিয়নশিপে ২০১৩ ও ১৫ সালে চ্যাম্পিয়ন দলে ছিলেন তিনি৷

আরও পড়ুন: মুশফিক-মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক শান্ত

ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল