Connect with us
ফুটবল

রিয়ালকে নিয়ে রুনির মন্তব্যই ফলে গেল, ফাইনালে ম্যানসিটি

ম্যানসিটির ফুটবলারদের উল্লাস (বায়ে) ও রিয়াল মাদ্রিদের করিম বেনজেমার উল্লাস। (ছবি- গুগল)

রিয়াল মাদ্রিদকে গুড়িয়ে দেবে ম্যানচেস্টার সিটি, সাবেক তারকা ফুটবলার ওয়েন রুনির এমন মন্তব্য নিয়ে অনেক ঠাট্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তার সেই কথাই ফলে গেল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে গুড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর এতে দুই লেগ মিলে ৫-১ গোলের জয়ে ফাইনালে চলে গেছে ম্যানসিটি।

বুধবার রাতে ম্যানসিটির ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে গড়ায় ম্যাচটি। এতে কোচ পেপ গার্দিওয়ালার পরিকল্পনায় শুরু থেকেই রিয়ালের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে সিটিজেনরা।

ম্যাচে ২৩ মিনিটের মাথায় পর্তুগিজ মিডফিল্ডার বেনার্ড সিলভা ফাঁকায় বল পেয়ে দুর্দান্ত এক শটে প্রথম গোল করেন। ম্যাচের ৩৭ মিনিটে নিজের ও সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন এই মিডফিল্ডার।

ম্যানসিটি

বিরতি শেষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া ব্লাঙ্কোসরা কাউন্টার অ্যাটাকের চেষ্টায় মরিয়া হয়ে উঠে। তবে উল্টো গোল লাইনে আর্লিং হ্যালান্ডকে নিয়ে কাউন্টারে অ্যাটাকে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে ম্যানসিটি। তবে ৭৬ মিনিটে দলের তৃতীয় গোলটি আসে আত্মঘাতী থেকে। পরে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।

এদিকে রিয়ালের বিপক্ষে বিশাল এ জয়ে প্রতিশোধ নিয়েছে সিটিজেনরা। আগেরবার বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছিল ম্যানসিটির।

আগামী ১১ জুলাই তুরস্কের ইস্তাম্বুলে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে ইন্টার মিলানের মুখোমুখি হবে ম্যানসিটি। শক্তির বিচারে ইন্টারের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে সিটিজেনরা। কিন্তু ফাইনালে অনেক কিছু ঘটতে পারে। এবার দেখার পালা ইস্তাম্বুলের মাঠে কাদের গলায় যায় জয়ের মালা।

আরও পড়ুন; সাফে বাংলাদেশের সাফল্য, শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/১৮মে২০২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল