Connect with us
ফুটবল

রোনালদোর নতুন রেকর্ড: চারটি দেশের লিগে ৫০টি করে গোল!

Crifo RONALDO
চার দেশের চারটি ভিন্ন ভিন্ন লিগে ৫০ গোল রোনালদোর!

রেকর্ড বুকে নাম ওঠাতে ওঠাতে হয়তো তিনি রেকর্ড বুকটাই নিজের করে নিবেন। যেখানেই যান, যে মাঠেই খেলেন, রোনালদো তার স্বকীয়তা ধরে রাখেন। সৌদি প্রো লিগ যেন তার কারণেই আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। সৌদি প্রো-লিগে গতকাল মাঠে নেমে নতুন রেকর্ড গড়েছেন রোনালদো।

আল নাসরের হয়ে মাঠে নেমে গতকাল তিনি গড়েন নতুন রেকর্ড। গতকালকের ম্যাচের আগ পর্যন্ত সৌদি লিগে রোনালদো আল নাসরের হয়ে করেছিলেন ৪৭ ম্যাচে ৪৯ গোল। হাফসেঞ্চুরি পূর্ণ করতে বাকি ছিল আর মাত্র একটি। যা তিনি ম্যাচের ৩৪ মিনিটে দুর্দান্ত একটি হেডারের মাধ্যমে জালে বল জড়িয়ে পূর্ণ করেন। ৪৮ ম্যাচের মাথায় ছুঁয়ে ফেলেন ৫০ গোলের মাইলফলক।

তবে এদিন নতুন আরো এক কীর্তি গড়েছেন সিআর সেভেন। ৪ টি ভিন্ন ভিন্ন লিগে ৫০ গোল করলেন রোনালদো। প্রথম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ লিগে, তারপর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে লালিগায়, য্যুভেন্টাস এর হয়ে ইতালিয়ান লিগে এবং এবার আল নাসরের হয়ে সৌদি আরব প্রো-লিগে।

আরও পড়ুন:

» এখনই বাংলাদেশ সিরিজ নিয়ে ভাবছে ভারত, কারা থাকবেন দলে?

» শুরুর ধাক্কা সামলে সাদমান-মমিনুল জুঁটিতে প্রথম সেশন বাংলাদেশের

রোনালদো যেখানে খেলবেন রেকর্ড তাকে ধাওয়া করবে এটাই যেন নিয়তি। ক্যারিয়ারে রেকর্ড ৯০০ গোল পেতে রোনালদোর দরকার আর মাত্র দুটি গোল। এখন পর্যন্ত তার স্বীকৃত গোল সংখ্যা ৮৯৮। অবশ্য পরে ব্যবধানটা ১ এ নামাতে পারতেন। সুযোগ পেয়েছিলেন ৮৫ মিনিটে বল জালেও জড়িয়েছিলেন বটে, তবে ভিএআর এর সিদ্ধান্তে গোলটি বাতিল হয়।

তবে রেকর্ড গড়া এই ম্যাচে রোনালদোর দল শেষ হাসিটা নিয়ে মাঠ ছাড়তে পারেনি, কিং সৌদ ইউনিভার্সিটির আল আউয়াল পার্কে আল রাদের বিপক্ষে খেলতে নেমে রোনালদোর গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল রাদকে সমতায় ফেরান মোহাম্মদ ফৌজাইর। এতে করে রোনালদোর মাইলফলকের ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। মৌসুম শুরুর প্রথম ম্যাচেই হারাতে হয়েছে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট, যা পুরো সিজনে কতটুকু প্রভাব ফেলবে তা শুরুর পর্যায়ে বলা কঠিন।

পাঁচবারের ব্যালন ডি-অর জয়ী এই পর্তুগীজ তারকার আগে সৌদি লিগে ৫০ গোলের কীর্তি গড়েছেন মোহাম্মদ আল সাহলাবি (৭৭), আবদুল রাজ্জাক হামাদাল্লাহ (৫৬) এবং তার ক্লাব সতীর্থ অ্যান্ডারসন তালিসকা (৫০)।

রোনালদো কীর্তি গড়তে সময় নিয়েছেন ৪৮ ম্যাচ। পর্তুগাল অধিনায়কের উপরে আছেন আল আহলির সাবেক ফুটবলার ওমর আল সোমেহ (৪৫ ম্যাচ) ও আল শাবাবের স্ট্রাইকার হামাদাল্লাহ (৪২ ম্যাচ)।

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল