Connect with us
ফুটবল

‘কালো মানিকের’ মৃত্যু মানতে পারছেন না রোমারিও-রোনালদিনহোরা

Pele With Ball
ব্রাজিলের কিংবদন্তি পেলে। ছবি- গুগল

পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন ফুটবলের রাজা ব্রাজিলের কিংবদন্তি পেলে। ‘কালো মানিক’ খ্যাত পেলের মৃত্যু কোনভাবেই যেন মেনে নিতে পারছেন না ব্রাজিলের সাবেক ফুটবল তারকারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ১৯৯৪ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অধিনায়ক ও সাবেক কোচ দুঙ্গা লিখেন, ‘পেলে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। এমন একটা দুনিয়াতে গেছেন, যেখানে শেষ বলে কিছু নেই। পেলে চিরন্তন ও কিংবদন্তি।’

২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিল অধিনায়ক কাফু লিখেন, ‘আমি মনে করি, পেলের মৃত্যুর সংবাদটি হয়তো সঠিক নয়। তিনি আমাদের ছেড়ে চলে যেতে পারেন না পেলে। তিনি ফুটবলের রাজা। আমরা যারা ফুটবল খেলেছি তাদের সবার কাছে তিনি বড় আদর্শ।’

১৯৯৪ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য রোমারিওর বলেন, ‘পেলের মৃত্যু মানে ব্রাজিল দেশ হিসেবে সেরা সন্তানকে হারিয়ে ফেলা। পেলে ফুটবলের রাজা এবং দেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ।’

নিজের প্রথম আসরেই বিশ্বকাপ জয় করা রোনালদিনহো লিখেন, ‘পেলেকে দেখেই ফুটবল শিখছি এবং খেলেছিও। আমি এখনও পেলেকেই বুকের ভেতর ধারন করছি। তার মৃত্যু বিশ্বফুটবলের জন্য অনেক বড় ক্ষতি।’

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২২/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল