Connect with us
ফুটবল

ব্যালন ডি’অরের তালিকায় নেই রদ্রিগো, নেইমারের ক্ষোভ

Neymar_Rodrygo
৩০ জনের তালিকায় রদ্রিগো না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। ছবি- সংগৃহীত

ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর প্রদানের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন। গতকাল বুধবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত এই ৩০ তালিকায় জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন ৭ জন। তারা হলেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম, অ্যান্টোনিও রুডিগার, দানি কার্ভাহাল, ফেড ভালভার্দে, কিলিয়ান এমবাপে এবং অবসরে যাওয়া টনি ক্রুস। তবে রিয়ালের হয়ে দারুণ এক মৌসুম কাটানো রদ্রিগোকে রাখা হয়নি এই তালিকায়।

এ নিয়ে এক প্রতিবাদী বার্তায় ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তার মতে, সেরা পাঁচে জায়গা পাওয়ার যোগ্য রদ্রিগো। নেইমার তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে রদ্রিগোর ছবি শেয়ার করে লিখেছেন, ‘কমপক্ষে বিশ্বের সেরা পাঁচজনের মধ্যে থাকবে।’

Instagram Story of Neymar and Rodrygo

নেইমার ও রদ্রিগোর ইনস্টাগ্রাম স্টোরি। ছবি- সংগৃহীত 

এই নিয়ে নীরব প্রতিবার করেছেন রদ্রিগোও। এই ব্রাজিলিয়ান তারকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে তার অর্জন ও সেরা মুহূর্তের ছবি শেয়ার করেন। সেখানে একটি অট্টহাসির এবং একটি দুই হাত মেলে ধরার ইমোজি ব্যবহার করেছেন তিনি।

আরও পড়ুন:

» বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না ঋষভ পন্ত

» মোরসালিনের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ 

গত মৌসুমের রিয়াল মাদ্রিদের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫১টি ম্যাচ খেলেছেন রদ্রিগো। যেখানে ১৭ টি গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্টও রয়েছে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা সুপার কাপের শিরোপাও জিতেছেন এই ২৩ বছর বয়সী তারকা।

ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল