Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না ঋষভ পন্ত

Rishabh Pant is not taking Bangladesh lightly
বাংলাদেশ সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন পন্তরা। ছবি- সংগৃহীত

চলতি মাসেই দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে বাংলাদেশ দল। এই সিরিজের ম্যাচগুলো দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে টেস্ট দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুদলই বেশ গুরুত্বের সঙ্গে নেবে সিরিজটি।

সম্প্রতি বাংলাদেশ সিরিজ নিয়ে কথা বলেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। আসন্ন এই সিরিজ নিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন এই ক্রিকেটার।

জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ সিরিজ নিয়ে পন্ত বলেন, ‘এই কন্ডিশন সম্পর্কে বাংলাদেশ পাকিস্তান, শ্রীলঙ্কার মতো এশিয়ান দেশগুলো ভালো ধারণা রয়েছে। তারা এ ধরনের উইকেটে খেলে অভ্যস্ত। তাই এই দলগুলো ভালো পারফর্ম করে। দল হিসেবে কীভাবে আরো উন্নতি করা যায় আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি। প্রতিপক্ষ যেই হোক আমরা শতভাগ দেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামবো।’

আরও পড়ুন:

» ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা, মেসিহীন দলে হাল ধরবে কে?

» টি-টোয়েন্টিতে মাত্র ১০ রানে অলআউটের বিশ্বরেকর্ড 

সদ্যই পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে দুই টেস্টে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আসন্ন সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা টাইগারদের হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না পন্তরা, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকেই দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। এ ধরনের ম্যাচে সবসময়ই চাপ থাকে। জয়-পরাজয়ের মাঝে খুব বেশি ব্যবধান থাকে না। এই সিরিজও হালকাভাবে নেয়ার সুযোগ নেই।’

সবশেষ ২০২২ সালে ভারতের টেস্ট দলে খেলেছেন পন্ত। সেটাও আবার মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। মাঝে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। চোট কাটিয়ে ফেরার পর ভারতের জার্সিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি। এবার বাংলাদেশ সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটেও ফিরতে পারেন এই তারকা ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৪/বিটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট