Connect with us
ফুটবল

মেসিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন রদ্রিগেজ

জেমস রদ্রিগেজ। ছবি- সংগৃহীত

কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। আর এতে করে দীর্ঘ ২৩ বছর পর আঞ্চলিক এই টুর্নামেন্টের ফাইনালে উঠে এসেছে তারা। আর এদিন দলের জয়ের রাতে ব্যক্তিগত এক রেকর্ড করে ফেললেন কলম্বিয়ার জেমস রদ্রিগেজ। কোপা আমেরিকার এক আসরে সর্বোচ্চ গোল সহায়তায় শীর্ষে উঠে এসেছেন তিনি।

এর আগে ২০১৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন রদ্রিগেজ। এবার কোপা আমেরিকায় এক ম্যাচ হাতে রেখেই সর্বোচ্চ ৬ গোল অ্যাসিস্ট করেছেন তিনি। আজ ম্যাচের ৩৯ মিনিটে জেফারসন লারমার গোলে সহায়তা করে রেকর্ডের খাতায় নিজের নাম লিখিয়েছেন এই কলম্বিয়ান ফুটবলার। তার আগে এই তালিকায় সর্বোচ্চ ৫ গোল করে শীর্ষে ছিল লিওনেল মেসি।

২০২১ কোপা আমেরিকায় এক আসরে সর্বোচ্চ গোল সহায়তার রেকর্ড গড়েছিলেন মেসি। এবার ফাইনাল ম্যাচের আগেই সেই রেকর্ড ভেঙে দিয়েছেন কলম্বিয়ার এই ফুটবলার। আগামী ১৫ জুলাই মেসির আর্জেন্টিনার বিপক্ষেই শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে কলম্বিয়া। সেই ম্যাচে রদ্রিগেজের সামনে এই রেকর্ড বাড়িয়ে নেওয়ার এবং মেসির রেকর্ড পুনরুদ্ধার করার সুযোগ থাকবে।

রদ্রিগেজ এর আগে কলম্বিয়ার হয়ে ২০১৫, ২০১৬, ২০১৯ এবং ২০২৪ এই চার কোপার আসরে খেলেছেন। চলতি আসরে তিনি গ্রুপ পর্ব থেকেই দলে গোল করতে সহায়তা করে আসছেন। গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে দুটি, কোস্টারিকার বিপক্ষে একটি, কোয়ার্টার ফাইনালে পানামার বিপক্ষে দুটি এবং আজ সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে একটি অ্যাসিস্ট করেছেন তিনি।

আগামী সোমবার (১৫ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬ টায় আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে কলম্বিয়। রদ্রিগেজের অধিনায়কত্বেই এদিন নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে তারা। বর্তমানে দারুন ছন্দে রয়েছে রদ্রিগেজের নেতৃত্বাধীন দলটি। নিজেদের শেষ ২৮ আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত রয়েছে কলম্বিয়া।

আরও পড়ুন: ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচের পেনাল্টি নিয়ে বিতর্ক

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল