Connect with us
ক্রিকেট

বিগ ব্যাশে ১৫ রানে অল আউটের রেকর্ড!

ছবি-গুগল

সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে কম রানে অল আউটের ঘটনা নতুন কিছু নয়। তাই বলে মাত্র ১৫ রান করে অল আউট! এমন লজ্জার রেকর্ড গড়েছে সিডনি থান্ডারের মতো একটি প্রথম সারির ক্লাব।

বিগ ব্যাশের মঞ্চে এমন ঘটনা ঘটেছে। টি-টোয়েন্টিতে এটাই সবচেয়ে কম রানে অল আউট হওয়ার ঘটনা। এছাড়া সবচেয়ে কম ওভার ব্যাটিং করার রেকর্ডও গড়েছে সিডনি!

শুক্রবার সিডনির শোগ্রাউন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান করে অ্যাডিলেড স্ট্রাইকার্স।

জবাবে মাত্র ৫ ওভার ৫ বলে সিডনি থান্ডার গুটিয়ে যায় মাত্র ১৫ রানে! পেসার ওয়েস অ্যাগার ২ ওভারে ৬ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এছাড়া ২৬ বছর বয়সী পেসার থর্নটন ২ ওভার ৫ বলে ১টি মেডেনসহ মাত্র ৩ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি

এদিকেটি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম কোনো দল ২০ রানের কমে অল আউট হলো। এর আগে ২০১৯ সালে চেক রিপাবলিকের ২৭৮ রানের পাহাড় তাড়ায় নেমে ২১ রানে অল আউট হয় তুরস্ক। তারা ৮ ওভার ৩ বল খেলেছিল। এটি ছিল সর্বনিম্ন ওভার খেলার রেকর্ড। আর বিগ ব্যাশে এর আগে ২০১৫ সালে সর্বনিম্ন স্কোর ছিল ৫৭ রান।

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২২/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট