Connect with us
ফুটবল

এমবাপ্পেকে বরণ করে নিতে রিয়ালের ‘রাজসিক আয়োজন’

Kylian Mbappe
কিলিয়ান এমবাপ্পে। ছবি - সংগৃহীত

গেল মৌসুম রিয়াল মাদ্রিদের জন্য ছিল স্মরণীয় এক মৌসুম। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছিল লস ব্লাঙ্কোসরা। এবার আগামী মৌসুমের জন্যও নিজেদের প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। চলতি বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত দলবদলও সেরে ফেলেছে তারা। দীর্ঘ ৫ বছরের চেষ্টার পর দলে ভিড়িয়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে।

ইতোমধ্যে এমবাপ্পেকে ক্লাবের খেলোয়াড় হিসেবে উপস্থাপনের সময়ও জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী ১৬ জুলাই রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পের উপস্থাপনা অনুষ্ঠান সম্পন্ন হবে।

কিছু দিন আগে তার জার্সি নম্বরও নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আরেক ফরাসি কিংবদন্তি করিম বেনজেমার রেখে যাওয়া ৯ নম্বর জার্সি গায়ে চড়িয়েই রিয়ালের হয়ে মাঠ মাতাবেন এমবাপ্পে। তার অফিসিয়াল জার্সি বাজারে ছাড়ার পর থেকেই দোকানগুলোকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এমবাপ্পের জার্সি কিনতে হুমড়ি খেয়ে পড়ছে রিয়ালের ভক্ত-সমর্থকেরা।

আরো পড়ুন : ফাইনাল ম্যাচ উপলক্ষে কলম্বিয়ায় সাধারণ ছুটি ঘোষণা

তারকা ফুটবলারদের জার্সি কিনতে ক্রেতাদের সাধারণত তিন থেকে চার কর্ম দিবস অপেক্ষা করতে হয়। স্প্যানিশ গণমাধ্যমের মতে, এমবাপ্পের জার্সি হাতে পেতে ক্রেতাদের ৬ সপ্তাহ পর্যন্তও অপেক্ষা করতে হতে পারে। তাই বোঝাই যাচ্ছে, ফরাসি তারকার জার্সির চাহিদা এখন কোন পর্যায়ে গেছে।

সময়ের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পের উপস্থাপন নিয়েও বেশ তোড়জোড় শুরু করেছে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে তাকে ঘিরে দারুণ সব পরিকল্পনা করেছে ক্লাব কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এমবাপ্পের উপস্থাপনায় দর্শক উপস্থিতি তার আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থাপনার রেকর্ডকেও ভেঙে ফেলতে পারে।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বড় তারকা রোনালদোকে তৎকালীন রেকর্ড পরিমাণ অর্থ ব্যয়ে দলে ভিড়িয়েছিল রিয়াল। সেবার রোনালদোর বার্নাব্যুতে হওয়া উপস্থাপনায় ৮০ হাজার দর্শক তাকে বরণ করে নিয়েছিল। ফুটবল বিশ্বে কোন ফুটবলারের উপস্থাপনায় এখনও এটি সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।

ধারণা করা হচ্ছে, নিজের আইডলের রেকর্ড ভেঙে এবার নতুন করে ইতিহাস লিখবেন এমবাপ্পে। তার উপস্থাপনায় ১৬ জুলাই মাঠে দর্শক উপস্থিতি থাকতে পারে ৮৫ হাজারের মত। সেদিন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ছাড়াও আরও বেশ কয়েক জন কিংবদন্তি ফুটবলার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আয়োজনকে স্মরণীয় করে রাখতে কোন কিছুর কমতি রাখছে না ক্লাব কর্তৃপক্ষ। স্প্যানিশ গণমাধ্যমের খবর, লকার রুম থেকে উপস্থাপনার মঞ্চ পর্যন্ত ক্যাটওয়াক তৈরি করা হবে। এর দুই পাশে আতশবাজির ব্যবস্থা থাকবে। সঙ্গে মঞ্চে লাইভ মিউজিকেরও ব্যবস্থা থাকবে। সেদিন আইডল রোনালদের মত এমবাপ্পেও ৯ নম্বর জার্সি গায়ে চড়িয়ে লকার রুম থেকে মাঠে প্রবেশ করবেন। মাদ্রিদ ভক্তরাও সেই মুহুর্তে হয়তো স্মৃতির রোমন্থনে হারিয়ে যাবেন।

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল