Connect with us
ফুটবল

ভিয়ারিয়ালকে ৪-১ গোল উড়িয়ে শীর্ষে ফিরলো রিয়াল মাদ্রিদ

Crifo real madrid
ভিয়ারিয়ালের জালে এক হালি গোল দিয়েছে রিয়াল মাদ্রিদ। ছবি- সংগৃহীত

এক ম্যাচ পরেই স্প্যানিশ লিগায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। গতকাল নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে ৪-১ গোল উড়িয়ে জিরোনার কাছ থেকে এক পয়েন্ট ব্যবধানে শীর্ষস্থান কেড়ে নেয় মাদ্রিদ জায়ান্টরা। যদিও একটি ম্যাচ কম খেলেছে জিরোনা।

গত সপ্তাহে রিয়াল বেতিসের মাঠে ১-১ গোলে ড্র করা রিয়াল এদিন ঘরের মাঠে ম্যাচের শুরুতেই ভিয়ারিয়ালকে চেপে ধরে। তবে ভাগ্যের ফেরে গোল মিলছিলো না। ১৪ মিনিটে ব্রাহিম দিয়াসের শট গোলরক্ষক রুখে দেন। আট মিনিট পর লুকা মদ্রিচের দূরপাল্লার শট ক্রসবারের ওপরে লেগে বেরিয়ে যায়।

ম্যাচের ২৫ মিনিটে জুড বেলিংহামের চেস্টা ব্যর্থ হয়নি। ছয় গজ বক্সের মধ্যে মদ্রিচের ক্রস পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন ২০ বছরের ইংলিশ মিডফিল্ডার। চলতি লিগে ১৫ ম্যাচে গোল হলো তার সর্বাধিক ১৩টি। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান রদ্রিগো। জটলার মধ্যে লুকাস ভাসকেসের পাস পেয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে গোল শোধ দিয়ে নাটকীয়তার আভাস দেয় ভিয়ারিয়াল। তবে ৬৪ মিনিটে দিয়াস এবং ৬৮ মিনিটে মদ্রিচ ব্যবধান বাড়িয়ে বড়ো জয়ের স্বস্তিতে ভাসান মাদ্রিদ শিবির।

লা লিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৭ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে জিরোনাকে এক আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ৭ পয়েন্ট পেছনে ফেলেছে লিগ লিডাররা।

আরও পড়ুন: মজার ছলেই বাংলাদেশকে হারানো ইনিংস খেলেছেন উইল ইয়াং

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল