Connect with us
ক্রিকেট

ওল্ড ট্রাফোর্ডেও বৃষ্টি, লঙ্কাকে পেছনে ফেলে লিড নিয়েছে ইংল্যান্ড

Crifo ENG vs SL
ওল্ড ট্রাফোর্ড টেস্টে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ছবি: ক্রিকইনফো

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্টে বাগড়া দিয়েছে বৃষ্টি। একই অবস্থা ওল্ড ট্রাফোর্ডেও। ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যেকার ওই টেস্টেও চলছে বৃষ্টির খেলা। তবে হ্যারি ব্রুক ও জেমি স্মিথের হাফ সেঞ্চুরিতে শ্রীলংকার প্রথম ইনিংসে করা ২৩৬ রান টপকে গেছে ইংল্যান্ড।

ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিন শেষে ছয় উইকেটে ২৫৯ তুলে ২৩ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। ভেজা মাঠ আর বৃষ্টি দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোটাই ভাসিয়ে দেয়।

আগের দিনের বিনা উইকেটে ২২ রান নিয়ে খেলতে নাসা ইংল্যান্ডের ব্যাটিংয়ে দিনের তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন আসিথা ফার্নান্ডো। বেন ডাকেট ১৮ করে এলবিডব্লিউ হন। লংকান পেসার তার পরের ওভারে অধিনায়ক ওলি পোপকে বোল্ড করেন। পোপ করেন ৬ রান।

আরও পড়ুন:

» মামলায় এবার সাকিব আল হাসানের নাম জড়ালো

» এবার বাংলাদেশ সফর স্থগিত করল নিউজিল্যান্ড

জো রুটকে নিয়ে ড্যান লরেন্স এই ধাক্কা সামাল দেওয়ার আভাস দিতেই বিদায় নেন। ৩৯ বলে ৩০ রান করে বিশ্ব ফার্নান্ডোর শিকার হন লরেন্স। ৬৭ রানে তিন উইকেট হারানো দলকে হ্যারি ব্রুক ও রুট শক্ত হাতে সামাল দেন।

তবে চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটি ভাঙ্গে রুটের পতনে। ৪২ রানে তাকে ফেরান আসিথা। জেমি স্মিথের সঙ্গেও পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন ব্রুক। ৬২ রানের জুটি ভাঙ্গেন প্রবাথ জয়াসুরিয়া। ৫৬ করে বোল্ড হন ব্রুক। স্মিথ ও ক্রিস ওক্স ৫২ রানের জুটি গড়ে লিড এনে দেন দলকে। ২৫ করে প্রবাথের শিকার হন ওক্স। স্মিথ অপরাজিত থাকেন ৭২ রানে।

আলোর স্বল্পতায় প্রায় ঘণ্টাখানেক আগে দিনের খেলা শেষ হয়। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন আসিথা। দুটি পান প্রবাথ।

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট