Connect with us
ক্রিকেট

কুইন্টন-ক্লাসেন ঝড়ে রান পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

কুইন্টন ডি কক। ছবি- গুগল

অবশেষে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তাণ্ডব থেকে রেহাই পেলো না বাংলাদেশও। টস হেরে ফিল্ডিং পাওয়া সাকিব বাহিনী অবশ্য শুরুটা বেশ ভালোই করেছিল। মাত্র ৩৬ রানেই ২ উইকেট তুলে নিয়ে চেপে ধরেছিল প্রোটিয়াদের। টাইগারদের ইনিংসে স্বস্তির বলতে এই পর্যন্তই। এরপর সময় যত গড়িয়েছে, প্রোটিয়াদের ব্যাটের ধার ততোই যেন বেড়েছে। শেষমেশ কুইন্টন ডি ককের ১৭৪ এবং হেইনরিখ ক্লাসেনের ৯০ রানের ঝড়ো ব্যাটিং এ ৩৮৩ রানের পাহাড়সম লক্ষ্যের সামনে বাংলাদেশ।

গত ম্যাচেই ৮৫ রান করা হেনড্রিকস ব্যক্তিগত ১২ রানে আর ফন ডার ডুসেন ১ রান করেই সাজ ঘরে ফেরেন। দক্ষিণ আফ্রিকার তখন ৭ ওভার ৫ বলে সংগ্রহ ৩৬ রান। ২ উইকেট হারিয়ে বেশ মন্থর গতিতে রান তুলতে থাকে প্রোটিয়ারা। প্রথম ১৫ ওভারে তাদের রান তখন ৭০ও হয়নি। উইকেটে তখন ডি কক এবং মার্করাম ব্যাট করছেন। কিন্তু কে বুঝেছিল যে এখান থেকেই ৫০ ওভার শেষে ৩৮২ রানের পাহাড় গড়বে দক্ষিণ আফ্রিকা!

তৃতীয় উইকেটে ডি কক-মার্করাম ১৩১ রানের জুটি গড়েন। মার্করাম ৬৯ বলে ৬০ করে সাকিবের বলে আউট হলেও আরেক প্রান্ত ঠিকই আগলে ছিলেন নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামা ডি কক। এরপর ক্লাসেনের সাথে ১৪২ রানের জুটি গড়েন ডি কক।

২০২৩ বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েই টাইগার বোলারদের উপর রীতিমতো ঝড় শুরু করেন তিনি। ১৪০ বলে ১৭০ রানের দানবীয় ইনিংস খেলে আউট হন এই উইকেট কিপার ব্যাটসম্যান। ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পর আজও ৪৯ বলে ৯০ রান করে একটুর জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ক্লাসেন। শেষ দিকে ডেভিড মিলারের ১৫ বলে ৩৪ রানের ক্যামিওতে প্রোটিয়ারা ৩৮৩ রানের লক্ষ্য দিয়েছে সাকিব-মুশফিকদের।

এবার দেখার পালা, টিম বাংলাদেশ এই রানের পাহাড় টপকাতে পারে কি না।

আরও পড়ুন: অবসরের পরও ভক্তদের মনেই থাকতে চান মুশফিক

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৩/এমএস/জেএস/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট