Connect with us
ফুটবল

সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি

গোলের পর উল্লাসে মেতে উঠেছে পিএসজির ফুটবলাররা।

ফরাসি লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে পিএসজি। দলের হয়ে গোল পেয়েছেন লি ক্যাং-ইন, ওয়ারেন জাইরে-এমেরি ও ভিতিনহা। এতে করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ফরাসি জায়ান্টরা।

শুক্রবার (৩ নভেম্বর) রাতে পার্ক ডেস প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মঁপেলিয়ের মুখোমুখি হয় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে মঁপেলিয়ের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় তুলে নেয় তারা।

ম্যাচের ১০ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন লি ক্যাং ইন। গোলটি করতে সহায়তা করেন আশরাফ হাকিমি। গোল হজম করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মঁপেলিয়ের ফুটবলাররা। তবে প্রথমার্ধ্বে আর কোন গোলের দেখা পায়নি দুই দল।

দ্বিতীয়ার্ধ্বে ৫৮ মিনিটে ওসমান ডেম্বেলের ব্যাক-হিল পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমেরি। ৬৬ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন বদলিনামা খেলোয়াড় ভিতিনহা। এই গোলেও সহায়ক ভূমিকা পালন করেন মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকেমি।

অতিরিক্ত সময়ে আরো একবার জালে বল জড়ায় লুইস এনরিকের শিষ্যরা। তবে গোলটি অফসাইডে কাটা পড়ে। এই দিন বারবার চেষ্টা করেও গোলের দেখা পেতে ব্যর্থ হন পিএসজি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।

এই জয়ের ফলে ১১ ম্যাচে ৭ জয়, ৩ ড্র ও ১টি হারে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ অবস্থান করছে পিএসজি। টেবিলের দুই রয়েছে এক ম্যাচ কম খেলা নিস তাদের। পয়েন্ট ২২। ১১ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে মঁপেলিয়ের।

আরও পড়ুন: ২০২৫ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৩/এফএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল