Connect with us
ফুটবল

মেসির বিকল্প বার্সেলোনার যে ফুটবলারকে দলে নিতে চায় পিএসজি

মেসির বিকল্প খোঁজার চেষ্টায় আছে পিএসজি (ছবি গোল ডটকম)

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে নতুন চুক্তি না করার কারণে গুঞ্জন উঠেছে চলতি মৌসুম শেষেই ক্লাব বদল করতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি।

এদিকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা না এলেও নতুন চুক্তি না হওয়ার কারণে মেসির বিকল্প ফুটবলারের খোঁজে আছে ফরাসি এ ক্লাব। যেখানে তাদের নজর এসেছে বার্সেলোনার তারকা এক ফুটবলারের ওপর।

মেসি যদি পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি না করেন তাহলে গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনার ফ্রান্সের ফুটবলার উসমান ডেম্বেলেকে দলে নেওয়ার চেষ্টা করবে পিএসজি।

অপরদিকে বর্তমানে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় বেশ ছন্দে আছেন ফরাসি এই তারকা ফুটবলার। এ মৌসুমে বার্সেলোনার জার্সিতে ১৮ ম্যাচ খেলেছেন ডেম্বেলে। বার্সার জার্সিতে চলতি মৌসুমে ৫ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি।

তবে ক্লাব পর্যায়ে গোল পেলেও জাতীয় দলের জার্সিতে মলিন এই ফরোয়ার্ড। ফ্রান্সের মূল দলের হয়ে ৩৫ ম্যাচে ডেম্বেলের গোল সংখ্যা মাত্র চারটি। কিন্তু মেসির সঙ্গে নতুন করে চুক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসজি। তবে, দুপক্ষের শর্ত না মেলায় এখন পর্যন্ত নতুন চুক্তি সম্পন্ন হয়নি। 

আরও পড়ুন: ইংলিশ প্রিমিয়ার লিগ: লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি

ক্রিফোস্পোর্টস/০২এপ্রিল২৩/এমবি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল