Connect with us
ফুটবল

কলম্বিয়ার বিপক্ষে বড় জয় পেল ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বড় জয় পেয়েছেন ব্রাজিল (ছবি- ইয়াহু স্পোর্টস)

অনূর্ধ্ব-১৭ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে কলম্বিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। মঙ্গলবার ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের কাছে ৩-১ গোলে হেরেছে কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ দল।

আসরের তৃতীয় ম্যাচে সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যে। পুরো ম্যাচে ব্রাজিল ১৪টি ও কলম্বিয়া ১১টি শট নিয়েছে। তবে কলম্বিয়ার যুবারা ৫৬ শতাংশ বল পজিশনে রাখলেও শেষ পর্যন্ত জয় পেয়েছে ব্রাজিল।

এদিনের ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও ব্রাজিল ও কলম্বিয়ার কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

এদিকে এ আসরে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে বিপাকেই পড়েছিল ব্রাজিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ৩-০ গোলে জিতে ঘুরে দাঁড়ায় তারা।

এবার তৃতীয় ম্যাচে সেই ধারা অব্যাহত রাখল খুদে নেইমাররা। এ জয়ের মধ্যদিয়ে তিন ম্যাচ থেকে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠল ব্রাজিল।

আরও পড়ুন: পাকিস্তান দলে ফিরছেন আমির

ক্রিফোস্পোর্টস/০৪এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল