Connect with us
ফুটবল

৪৭৪ কোটি টাকায় বিশ্বকাপজয়ী তারকাকে আনলো পিএসজি

ফরাসি ডিফেন্ডার লুকাস হের্নান্দেজ। ছবি- গুগল

ফুটবলের নতুন মৌসুম সামনে রেখে ঠিকানা বদল করলেন বায়ার্ন মিউনিখের ফরাসি ডিফেন্ডার লুকাস হের্নান্দেজ। পাঁচ বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার।

২৭ বছর বয়সী হের্নান্দেজের ট্রান্সফার ফি নিয়ে কিছুই বলেনি বায়ার্ন বা পিএসজি তবে ফরাসি সংবাদ মাধ্যমের খবর, জার্মান ক্লাবটি থেকে এই ডিফেন্ডারকে প্যারিসে আনতে পিএসজির চার কোটি ইউরো গুনতে হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪৭৪ কোটি টাকারও বেশি। (১ ইউরাও সমান ১১৮ টাকা ধরে)।

তারা প্রতিবেদনে আরও বলেছে, বোনাসসহ হের্নান্দেজের পারিশ্রমিকের অংকটা আরও বাড়তে পারে। বায়ার্নের আগে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ছিলেন হের্নান্দেজ।

স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, বর্তমান ট্রান্সফার ফি থেকে মাদ্রিদ ক্লাবটিও একটি অংশ পাবে। ২০১৯ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর দলটির হয়ে ১০৭টি ম্যাচ খেলেছেন হের্নান্দেজ। তবে চোটের কারণে গত মৌসুমে বুন্দেসলিগায় মাত্র সাতটি ম্যাচ খেলা হয় তার।

কাতার বিশ্বকাপেও ফ্রান্সের প্রথম ম্যাচে চোট পেয়ে আসর থেকে ছিটকে যান। জাতীয় দলে ২০১৮ সালে অভিষেক হওয়ার পর ৩৩টি ম্যাচ খেলেছেন হের্নান্দেজ।

আরও পড়ুন: ফিফা নারী ফুটবল বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল