Connect with us
ক্রিকেট

নেদারল্যান্ডসের পারফরমেন্সে মুগ্ধ প্যাট কামিন্স

crifo pat cummins
ডাচদের পারফরমেন্সে খুশি হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

অস্ট্রেলিয়াকে বিশাল রানের ব্যবধানে হারিয়ে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার ডানা ভেঙে দিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের এই পারফরমেন্সে খুশি হয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

বিশ্বকাপের শুরুটা মোটেও অস্ট্রেলিয়া সুলভ হয়নি কামিন্সদের। প্রথম দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জাজনকভাবে হারে তারা। তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ঘুরে দাঁড়ালেও পয়েন্ট টেবিলে এখনো নিচের দিকেই রয়েছে। সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে পরবর্তীতেও বাধা হয়ে দাঁড়াতে পারে দক্ষিণ আফ্রিকা। তাই তাদের হারে অনেকটাই খুশি হয়েছেন কামিন্সরা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এটা ভাল, আমি মিথ্যা বলব না। আমি মনে করি এটা সত্যিই সব দলকে সমান করে দেয়। তারা (নেদারল্যান্ডস) সত্যিই ভালো খেলেছে। আমি মনে করি এই টুর্নামেন্টে ১০টি দলই শক্তিশালী। তাই কোন দলকে সহজভাবে নেওয়ার কোন সুযোগ নেই।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালায় দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে বিধ্বস্ত করে ডাচরা। তিন ম্যাচের তিনটিতেই জিতে সেমিফাইনালের লক্ষ্যে অনেকটাই এগিয়ে থাকতে পারতো টেম্বা বাভুমার দল। কিন্তু ডাচদের কাছে হারার কারনে অন্য দলকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে তারা। এই সুযোগকেই হয়তো কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া।

আজ নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে সশক্তভাবে ঘুরে দাঁড়াতে চায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: কোহলি ক্রিজে থাকলে যে ভয় পান মুশফিকুর রহিম

ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৩/এমটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট